30-01-2022, 07:24 PM
না , জানা ছিল না । সত্যি - জানা ছিল না । - জানা ছিল এ ঘটনা খেলার মাঠে হয় । বিশেষত - ক্রিকেটে । - থেমে যওয়া , বাতিল হওয়া , বাদ পড়া খেলোয়াড় পরবর্তী সুযোগেই এমন দাপট দেখান যে সমালোচকেরাও বলতে বাধ্য হন - Glorious Come Back. - ... কিন্তু গল্প-কাহিনী সাহিত্য-টাহিত্যের জগতে এ ঘটনা ঘটতে পারে জানা-ই ছিল না । - এখন জানলাম । আর - সমালোচক নয় - নিতান্ত এলেবেলে উটকো পড়িয়ে হিসেবেও বলতে বাধ্য হচ্ছি - It's your glorious Come Back , Satabdiji , with a Big BANG. - সালাম ।