29-01-2022, 06:43 PM
(27-01-2022, 10:54 PM)Jupiter10 Wrote: একজন বিজ্ঞ ব্যক্তি আমাকে বলেছিলেন, "মা হলেন যিনি আমাদের জন্ম দেন। আর স্ত্রী হলেন যিনি যার কাছে থেকে আমরা জানতে পারি যে আমার জন্ম কিভাবে হল?"
শিবের শিব প্রাপ্তি শক্তির দ্বারাই সম্ভব।
আমার এক শিক্ষিকা গল্প শুনিয়েছিলেন যে সমুদ্র মন্থনের সময় যখন শিব বিষ পান করে নীলকণ্ঠ হন, শিব সেই গরল কণ্ঠে ধারণ করে গরল পীড়ায় মূর্ছিত হয়ে পড়েন। তখন আদিশক্তিই তাকে বুকে জড়িয়ে নিজের স্তন পান করিয়ে তাঁর পীড়া শান্ত করেন। সেই সময় আদি শক্তি কিন্তু মাতৃ দৃষ্টিতেই মহাদেব কে দেখেছিলেন।
আপনি লিখে যান ম্যাদাম কারণ আপনার লেখা মনোরঞ্জনের সঙ্গে সঙ্গে জ্ঞান বার্তাও প্রেরণ করে।
নন্দনা দাস, এবং শ্রীমোহনদাস কে আমার সহস্র কোটি নমন।
কি বলি। এতো প্রশংসা করলেন মন ভালো হয়ে গেল। প্রানামের উত্তরে আপনাকেও অনেক অনেক প্রনাম।