29-01-2022, 02:08 PM
(29-01-2022, 12:34 PM)Bumba_1 Wrote: মধ্যলয়ে গেয়েছিলাম .. কি গাইবো, কি গান, কোন রাগে গাইবো .. এগুলো সব আমার দিদিমণি আগে থেকে ঠিক করে দিয়েছিলেন। আসলে এত রাত হয়ে যাবে সেটা তো প্রথমে জানা ছিল না, আমার উদ্বোধনী সঙ্গীত গাওয়ার কথা ছিলো। আজ থেকে প্রায় ২৭ বছর আগেকার কথা। তখন আমার মাত্র নয় বছর বয়স .. তাই "রাগ" পাল্টানোর সাহস বা ক্ষমতা ছিল না আমার। আসলে তখন এইসব ব্যাপারে কিছুই বুঝতাম না, যা বলে দেওয়া হতো সেটাই করতাম।
এখনও কি চর্চা করেন?