29-01-2022, 12:34 PM
(This post was last modified: 29-01-2022, 12:35 PM by Bumba_1. Edited 1 time in total. Edited 1 time in total.)
(29-01-2022, 12:10 PM)riyamehbubani Wrote: Generally হয় না। তবে গাইতেই পারেন আধ-ঘন্টা এক ঘন্টা ধরে, বারণ নেই। তবে ধ্রুপদে যেমন ফিক্সড স্ট্রাকচার, তেমন তো নয়। এমনকি খেয়ালে বিলম্বিত লয়ও অধুনা প্রচলিত। মধ্য লয়েই গাওয়া হত একসময়। আব্দুল করিম খান, ইত্যাদিরা মধ্যলয়েই গাইতেন।
তিনতালে গেয়েছিলেন দেখলাম। মধ্য লয়ে গাইলেন? আর তারানা দ্রুত?
রাত নটার পর বেহাগটেহাগ কিংবা শংকরা হলে মন্দ হত না।
মধ্যলয়ে গেয়েছিলাম .. কি গাইবো, কি গান, কোন রাগে গাইবো .. এগুলো সব আমার দিদিমণি আগে থেকে ঠিক করে দিয়েছিলেন। আসলে এত রাত হয়ে যাবে সেটা তো প্রথমে জানা ছিল না, আমার উদ্বোধনী সঙ্গীত গাওয়ার কথা ছিলো। আজ থেকে প্রায় ২৭ বছর আগেকার কথা। তখন আমার মাত্র নয় বছর বয়স .. তাই "রাগ" পাল্টানোর সাহস বা ক্ষমতা ছিল না আমার। আসলে তখন এইসব ব্যাপারে কিছুই বুঝতাম না, যা বলে দেওয়া হতো সেটাই করতাম।