29-01-2022, 12:33 PM
(This post was last modified: 29-01-2022, 12:57 PM by Baban. Edited 5 times in total. Edited 5 times in total.)
উফফফফফ... লগিন করেই এই পর্ব... আর পড়তে পড়তে শুরুর পর্বেই হালকা মোচড় বাবাগো... উফফফ!! তবে এই অনুভূতি এক এমন নারীকে দেখে যাকে চিনি না জানিনা... এই প্রথম পরিচয় এই নারীর সাথে....... কিন্তু শুরুতেই এই নারীর এতগুলো রূপ দেখে মোহিত আমি। সবচেয়ে বেশি ওই মমতাময়ী রূপটা দেখে...... একটা বাচ্চাকে দেখে যেভাবে থাকতে না পেরে এগিয়ে গেলো... আর তাছাড়া বন্ধুর জীবন নিয়ে চিন্তা, এক আদুরে কন্যা, এক হাসি মুখের মুখোশ পড়ে থাকা নারী...... সব মিলে প্রথম পর্বেই বাজিমাত!!
এবারে বোধহয় টিজার এর সাথে কিছু যোগাযোগ কনেক্ট করতে পারছি..... যদি আমার কল্পিত ভাবনাচিন্তার অর্ধেকও এই কাহিনীর সাথে মিলে যায় তাহলে এই গল্প অন্য লেভেলে যেতে চলেছে। ❤❤❤❤❤
আমি কিন্তু তাকে বার বার...... শিবানী হিসেবেই দেখছি.. শিব নয় । আমি কি বলতে চাইছি সেটা আপনি বুঝতেই পারছেন। (প্রথম পর্বেই মনেহয় ধরে ফেলেছি ব্যাপারটা.... কিন্তু আমি চুপ থাকবো অজ্ঞ হয়ে) যদি আমি ভুল হই... আমার চেয়ে খুশি আর কেউ হবেনা... আর সঠিক হলেও খুশি হবো.. কারণ আমার চোখে এই দুইয়ের সংজ্ঞাটা অন্য... ভিন্ন।