29-01-2022, 12:10 PM
(29-01-2022, 11:56 AM)Bumba_1 Wrote: খেয়ালের আলাপ দু মিনিটের বেশি হয় না? এ কথা কে বলেছে আপনাকে? আমি গেয়েছিলাম Binati mano piya mori (raag yaman)
Generally হয় না। তবে গাইতেই পারেন আধ-ঘন্টা এক ঘন্টা ধরে, বারণ নেই। তবে ধ্রুপদে যেমন ফিক্সড স্ট্রাকচার, তেমন তো নয়। এমনকি খেয়ালে বিলম্বিত লয়ও অধুনা প্রচলিত। মধ্য লয়েই গাওয়া হত একসময়। আব্দুল করিম খান, ইত্যাদিরা মধ্যলয়েই গাইতেন।
তিনতালে গেয়েছিলেন দেখলাম। মধ্য লয়ে গাইলেন? আর তারানা দ্রুত?
রাত নটার পর বেহাগটেহাগ কিংবা শংকরা হলে মন্দ হত না।