29-01-2022, 11:26 AM
(18-06-2021, 03:03 PM)Bumba_1 Wrote:হাল ছেড়ো না বন্ধুবরং কণ্ঠ ছাড়ো জোরে
লেখা :- বুম্বাপ্রচ্ছদ :- ব্যক্তিগত পারিবারিক অ্যালবাম থেকে
পৌনে ন'টায় আমার গান শুরু হল। হাতে মাত্র পনেরো মিনিট সময়। আলাপ শুরু করলাম, পাঁচ মিনিট করার পর থেমে গেলাম, কারণ পনেরো মিনিটে পুরো গান'টা তো শেষ করতে হবে। দর্শক আসন থেকে নলিনীবাবু হাত নাড়িয়ে নির্দেশ দিলেন আলাপটা চালিয়ে যেতে, আলাপ যখন শেষ হলো ঘড়িতে দেখলাম কুড়ি মিনিট হয়ে গিয়েছে। এরপর আরোহণ-অবরোহণ, তারপর প্রধান রাগ, সব শেষে তান-সারগাম। আমার গান যখন শেষ হলো ঘড়িতে সাড়ে ন'টা বেজে গিয়েছে।
কি রাগটি দেয়েছিলেন? ধ্রুপদ গেয়েছিলেন নাকি? কারণ খেয়ালে তো আলাপ মিনিট দুয়েকের বেশি হয় না