28-01-2022, 09:53 PM
(28-01-2022, 09:36 PM)Bichitravirya Wrote: আপনারে একটা ঘটনা বলি । ঘটনাটা আমারই
ক্লাস ৭-৮ এর দিকে আমার পাঠ্যপুস্তকে একটা কবিতা ছিল । ইলশেগুঁড়ি নাম কবিতাটার । কবি হলো সত্যেন্দ্রনাথ দত্ত । কবিতাটা এতোই ভালো লেগেছিল যে বলার মত নয় । এতো সুন্দর ছন্দ । আর কি মিষ্টি ।
তখন থেকেই আমার কবিতার প্রতি একটা আলাদা শ্রদ্ধা আছে । পরবর্তী কয়েক বছরের মধ্যে আমি এতো গুলো উপন্যাস পড়ি যে কবিতা আর গদ্যের মধ্যে একটা দেওয়াল তৈরি হয় । দেওয়াল টা এরকম --- গল্প তো আমিও লিখতে পারবো । কিন্তু ওই রকম ছন্দের কবিতা আমি পারবো না । ( এই দেওয়াল টা তৈরি হয়েছিল ২০১৩ এর দিকে । আর আমি গল্প লিখছি ২০২১ এ )
পরবর্তী কালে যখন আমি শুনলাম যে --- রবীন্দ্র পরবর্তী কয়েকজন কবি যারা রবীন্দ্র অনুকরণ করতে গিয়ে রবীন্দ্র সাগরে ডুবে গেছে এবং নাম পাইনি আর তাদের মধ্যে একজনের নাম সত্যেন্দ্রনাথ দত্ত । তখন আর এক সমস্যা দেখা দিল । সেটা হলো --- আমি চেষ্টাই করবো না । শালা যদি অনুকরণ হয়ে যায়
তো এই হলো সমস্যা
❤️❤️❤️
ইলশে গুঁড়ি! ইলশে গুঁড়ি
ইলিশ মাছের ডিম|
ইলশে গুঁড়ি ইলশে গুঁড়ি
দিনের বেলায় হিম|
কেয়াফুলে ঘুণ লেগেছে,
পড়তে পরাগ মিলিয়ে গেছে,
মেঘের সীমায় রোদ হেসেছে
আলতা-পাটি শিম্|
ইলশে গুঁড়ি হিমের কুঁড়ি,
রোদ্দুরে রিম্ ঝিম্|
হালকা হাওয়ায় মেঘের ছাওয়ায়
ইলশে গুঁড়ির নাচ, –
ইলশে গুঁড়ির নাচন্ দেখে
নাচছে ইলিশ মাছ|
কেউ বা নাচে জলের তলায়
ল্যাজ তুলে কেউ ডিগবাজি খায়,
নদীতে ভাই জাল নিয়ে আয়,
পুকুরে ছিপ গাছ|
উলসে ওঠে মনটা, দেখে
ইলশে গুঁড়ির নাচ|
উপরোক্ত কবিতাটার কথা বলছো কি?