28-01-2022, 09:48 PM
(28-01-2022, 09:36 PM)Bichitravirya Wrote: আপনারে একটা ঘটনা বলি । ঘটনাটা আমারই
ক্লাস ৭-৮ এর দিকে আমার পাঠ্যপুস্তকে একটা কবিতা ছিল । ইলশেগুঁড়ি নাম কবিতাটার । কবি হলো সত্যেন্দ্রনাথ দত্ত । কবিতাটা এতোই ভালো লেগেছিল যে বলার মত নয় । এতো সুন্দর ছন্দ । আর কি মিষ্টি ।
তখন থেকেই আমার কবিতার প্রতি একটা আলাদা শ্রদ্ধা আছে । পরবর্তী কয়েক বছরের মধ্যে আমি এতো গুলো উপন্যাস পড়ি যে কবিতা আর গদ্যের মধ্যে একটা দেওয়াল তৈরি হয় । দেওয়াল টা এরকম --- গল্প তো আমিও লিখতে পারবো । কিন্তু ওই রকম ছন্দের কবিতা আমি পারবো না । ( এই দেওয়াল টা তৈরি হয়েছিল ২০১৩ এর দিকে । আর আমি গল্প লিখছি ২০২১ এ )
পরবর্তী কালে যখন আমি শুনলাম যে --- রবীন্দ্র পরবর্তী কয়েকজন কবি যারা রবীন্দ্র অনুকরণ করতে গিয়ে রবীন্দ্র সাগরে ডুবে গেছে এবং নাম পাইনি আর তাদের মধ্যে একজনের নাম সত্যেন্দ্রনাথ দত্ত । তখন আর এক সমস্যা দেখা দিল । সেটা হলো --- আমি চেষ্টাই করবো না । শালা যদি অনুকরণ হয়ে যায়
তো এই হলো সমস্যা
❤️❤️❤️
কাল আমার ওয়ার্ক ফ্রম হোম আছে , কিন্তু ছুটি নিলাম ...
মিষ্টি মুহূর্ত ... শুরুর থেকে খুব খতিয়ে আবার পড়তে চাই কাল ... , নিজের তাড়াহুড়োতে অনেক কিছু মিস করেছি মনে হচ্ছে ..
ফাইনাল জাজমেন্ট কাল দেব সন্ধেবেলায় আশা করি , যদিনা ওই আমার এখনকার বস উংলি করে
Love you Bichi