28-01-2022, 08:54 PM
(This post was last modified: 28-01-2022, 08:55 PM by muntasir0102. Edited 1 time in total. Edited 1 time in total.)
(26-01-2022, 11:39 PM)nandanadasnandana Wrote: তুমি বলছি। মনে হয়েছে বাকিদের কথা শুনে হয়ত তুমি চল্লিশ অব্দি এগোউ নি। ভুল করলে শুধরে দিও। আপনি তে চলে আসব। ভাই বলেই মনে করে বলছি। বুক থাকলে মোচড় তো দেবেই। সে তুমি গল্প পড়ে মোচড় খাওয়াও বা না খাওয়াও। যেদিন বুক মোচড়াবে সেদিন নিজেকে একেবারে আড়াল করে নিলেও কিছু করার থাকবে না। যদি মোচড়ে ভয় লাগে, তবে সামনা সামনি দাঁড়িয়ে পড়তে পার।কথা দিচ্ছি ভয় টা কেটে যাবে। শোন মেয়েদের কে মোচড় খাওয়াতে হয় না। কল্পনা করেও মেয়েরা মোচড় সাধ করে ডেকে আনে নিজের জীবনে। আমি বহুবার দেখেছি, অনেক সময়ে সেই দিকে যায় ই নি কথা বার্তা, কিন্তু আমি কল্পনা করে কষ্ট পেয়েছি।
যাইহোক ভয় টা কাটিয়ে ফেলো দেখি। আর আমি কোন কিছুতেই স্পেশালিষ্ট নই। তবে হ্যাঁ যা গল্প লিখেছি ভাল বেসে লিখেছি। যখন যেমন মানসিক অবস্থা থাকে আরকি। কিছু গল্প শেষ হয় নি। সেগুলো করব। তবে হার্ড কোর লেখার মন নেই এখন। কিন্তু আমার অগম্য কোন দিক নেই। তবে সময় লাগবে পড়াশোনা করে এগোতে। চাই না নিজেকে মোচড় স্পেশালিস্ট করতে। বাস চাই একটা সুস্থ স্বাভাবিক জায়গা, যেখানে কিছু লিখে যাব। মেইন স্ট্রীম এ সম্ভব না। অতো ধক নেই। আর মেইন স্ট্রীম এ , মানে রিয়েল জগতে, আমিও খুব একটা খালি থাকি না। নিজের কর্ম জগত তো আছেই, তারপরে সংসার আছে।
না না কোন ভাবেই ভাই তুমি ভিলেন হউ নি আমার কাছে। আর মোটেই তিতো ছিল না। আমার মনে হয়েছিল, তুমি হয়ত কষ্ট পেয়েছ। এর বেশী কিছু না। আর আমারি ভুল ছিল। মনে হয়েছিল, হয়ত কোন ভাবে কোন কথায় আমাকে মিন করে কিছু বলেছিলে। আমি ওসব মাথায় রাখি না। রাখিও নি। তুমিও আর ওই সব ধরে থেক না ভাই। প্লিস। আর মৈথিলী আমার ই লেখা। পুরোন গসিপে লিখেছিলাম। তারপরে সেই গসিপ টা হাওয়া হয়ে গেল। আমার ল্যাপ টপ টা বিগড়ে গেল। পুরোন আইডি টা পাসোয়ার্ড সব ভুলে গেলাম। কোভিড এলো। ছেলে মেয়ে বর নিয়ে বড় বিভ্রান্তি আর ভীতি জনক অবস্থায় ছিলাম। আমার বরের তিনবার হয়েছে। আমি টেস্ট করাই নি, কিন্তু ওর সাথে আমারো হয়েছিল। প্রথমবারের টা তো ওর সাথে আমার ও স্বাদ গন্ধ কিছুই ছিল না। ২০২০ অগস্ট এ। কিন্তু মুখে মাস্ক পড়ে থাকতাম শোবার সময়েও। কারন ছোট ছেলে টা খুব ছোট । খুব বাজে দিন গেছে। যাই হোক সেই সবে আর দেখাও হয় নি এই নতুন গসিপ টা। যখন দেখলাম খুশী হয়েছিলাম খুব।
কিন্তু এখানে এসে দেখলাম, সবার সাথে সবার কেমন একটা ঝামেলা চলছে। একটা আলাদা আলাদা গ্রুপ। আগের বারে আমি এতো কমেন্ট করতাম না। এবারে ভেবেছিলাম, একটু কাছে আসব সবার। কিন্তু এমন চলছে, কি করব বুঝতে পারছি না। আমি খুব সাধারন , একজন। এখন সময় পাই লিখি। কারন বর মোটামুটি নিজের কাজ কর্ম সেরে আসতে ওর সময় লাগে। তাই রাতের দিক টা বাচ্চাদের ঘুম পাড়িয়ে লেখা লিখি করি এখানের জন্য। ভাল লাগছে অনেক আলোচনায় অংশ নিতে পেরে। কিন্বিতু শ্বাস করো, আর কোন আমার চাওয়া নেই। বাস এখানে গল্প লিখব। মানুষে পছন্দ করলে লিখে যাব, আর না পছন্দ করলে লিখব না। জেনে যাব এ জিনিস আমার দ্বারা হবে না।
কাজেই কোন আলাদা করে চাওয়া , আশা , নিরাশায় আসি না এখানে। সবাই এতো ভালোবেসে কমেন্ট করেন। এটা তেই আমি খুশী হয়ে যাই। বর কে দেখাই। একটা মানসিক আনন্দ। মনে হলো মন এর মতন কিছু লিখি যেখানে আনন্দ পাবেন সবাই। প্রেম খুনসুটি আনন্দ এই তো সবাই চান। এর বেশী কিছু না। হার্ড কোর আমি অনেক লিখেছি। আমি এমেচার লেখক, টুকটাক লেখা জোকা করি। এর বেশি কিছু না।
Apnar ai reply ta pore khub e valo laglo.....