28-01-2022, 06:24 PM
(This post was last modified: 28-01-2022, 07:12 PM by Baban. Edited 1 time in total. Edited 1 time in total.)
(28-01-2022, 05:08 PM)bourses Wrote: আগামী ১লা ফেব্রুয়ারী থেকে আমার গল্পটা আবার শুরু করছি... জানি এর মধ্যে দীর্ঘদিন আমি এখানে অনুপস্থিত ছিলাম... তাই সকল পাঠক ও পাঠিকাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি... কিন্তু কথা দিয়েছিলাম যে আমার গল্পটা আমি শেষ করবো... তাই আবার কম্পিউটারের সামনে বসবো বলে ভেবে নিয়েছি... একটু সময় লাগবে... নতুন করে গুছিয়ে নিয়ে গল্পটাকে এগিয়ে নিয়ে যেতে... তাই ঠিক করেছি আগামী ১লা ফেব্রুয়ারী থেকেই আবার শুরু করবো না হয় গল্পের আগামী পোস্ট গুলো... এতদিন যখন এত ধৈর্য ধরে অপেক্ষা করলে সবাই, তবে আর ক'টা দিন আর একটু সবুর করে যাও... ঠিক আসবে গল্প... কথা দিলাম...
Bourses
আরে!! কারে দেখতাসি গো বাবু.... ইটাক কি সত্যি নাকি বটে?!!
জেনে ভালো লাগলো কেউ তো নিজের সৃষ্টির মান রাখতে জানে। ব্যাক্তিগত কারণ থাকতেই পারে একশোবার.... কিন্তু একবার জানিয়ে যাওয়া উচিত যে দেরী হবে বা আর লেখা সম্ভব নয়। যাইহোক..... তুমি ফিরছো এটাই অনেক। কোনো তাড়াহুড়ো নেই.... ভালো করে ভেবে নিয়ে গুছিয়ে ফেরত এসো..... শুধুই লেখক রূপে নয় কিন্তু... পাঠক বৌর্সেস দাদাকেও ফেরত চাই ❤❤❤