28-01-2022, 03:37 PM
খুকুর বায়না
- বুম্বা -
ইস্টিশনের মাঠে
কুমোরপাড়ার হাটে,
তুলছে কারা বোল
ধিতাং তাং ধিতাং তাং -
বাজছে যে মাদল।
হাটে যাবে, গয়না নেবে
ধরেছে খুকু বায়না,
জোড় পেরোতে জলে নামে
তর যেন আর সয় না।
জোড়ের জলে পা ভিজেছে
ধরলো খুকু কান্না,
কোলে তুলে বাবা বলেন
"থাক হয়েছে, আর না" ..
||সমাপ্ত||