28-01-2022, 12:11 PM
(28-01-2022, 08:53 AM)Bichitravirya Wrote: প্রথম আপডেট টা পড়লাম । করিনা কে ভালো না লাগলেও আমিষা কে দারুন লাগে । এই ব্যাপারে একবার সত্যের সাথে কথা হচ্ছিল । তখন ও বললো আমিশা বুড়ি হয়ে গেছে । ভাবুন একবার ! এটা কি সহ্য করা যায় ?
শর্টকাট রোমিও সিনেমাটা দেখিনি । সত্যি ওতে ওইরকম জঙ্গলের কোন দৃশ্য আছে নাকি ?
❤️❤️❤️
মানুষদের... বিশেষ করে ছেলেদের এই একটা ব্যাপার খারাপ লাগে... কোনো নায়িকার যৌবন হা করে গিলি সেই সময়... তার কাজ দেখে ভালো যেমন লাগে তার যৌবনও আকৃষ্ট করে, কিন্তু সেই নায়িকার বয়স বাড়লে... দেখতে পাল্টে গেলে, সেই আকর্ষণ করা যৌবন কমতে থাকলে অনেকেই আর তার দিকে তাকায়ও না.... ও তো বুড়ি হয়ে গেছে এবারে নতুন স্বাদের জিনিস এসেছে বাজারে বলে তাকে ভুলে যায়....... আমারও এটা অসহ্য লাগে। আমি শুধুই যৌন আকর্ষণ এর কথা বলছিনা..... তাদের তখন আর সেই নায়িকার কাজের প্রতিও কোনো ইন্টারেস্ট থাকেনা...... নতুনত্বের লোভে পুরানো কে ভুলে যায়... কিন্তু সাথে এটাও যে একদিন সেই অতীতের নারীর যৌবন তাকে উত্তেজিত করতো।