28-01-2022, 09:40 AM
(28-01-2022, 09:17 AM)Bichitravirya Wrote: আমি এই সকাল সকাল আপনার কাছে ক্ষমা চাইতে এলাম । সেদিন আপনি বলেছিলেন আপনাকে যদি সম্মান করি তাহলে আমি যেন আর কিছু না বলি । কিন্তু আমি তবুও ঝগড়া করেছি । সম্মান আমি আপনাকে বাবান দা কে আর দেবু দা কে যতোটা করি ততোটা আর কাউকে করি না ।
কি করবো বলুন । রেগে গেলে আর মাথার ঠিক থাকে না । কি করছি সেটাও বুঝতে পারি না । ঠিক এই কারণেই দুই বছর আগে ওখানে গেছিলাম । ক্ষমা করবেন আমায়
❤️❤️❤️
আমি আগেও বলেছি আবারো বলছি "এক হাতে তালি বাজে না" উল্টোদিক থেকে ক্রমান্বয়ে tease করে চললে রাগ হওয়াটা স্বাভাবিক। তবে এটাও ঠিক .. নিজের ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে পারাটাই প্রকৃত বুদ্ধিমত্তার পরিচয়। এর বেশি আর কিছুই বলতে চাই না। আমি তোমার উপর রেগে নেই তাই ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই।