27-01-2022, 11:03 PM
নন্দনা দিদির থ্রেডটাকে অন্তত আপনারা ঝগড়ার থ্রেড বানাবেন না। কয়েকটা থ্রেডের যে অবস্থা দেখছি, তাতে এক লেখক ঝগড়া করছে তো অন্য লেখক সেই ঝগড়া মিটাতে ব্যাস্ত। একেবারে ঝগড়াঝাটি করার থ্রেড বানিয়ে ফেলেছে। যদিও এর মধ্যে আমার প্রিয় কিছু লেখকও আছে।
আরে লেখকরা ঝগড়া করলে, অসহায় পাঠকগুলো কি করবে!! তারা তো গল্প পড়ার আশায় এখানে আসে। আর গল্প পড়া বা লেখার অধিকার সকলেরই আছে।
সবাই মাথা ঠান্ডা রাখুন। তা না হলে দিদির ও একই অবস্থা হবে। আপনাদের যুদ্ধ থামাতে থামাতেই দিদির সময় বেলা চলে যাবে, উনি হয়তো আর লেখারই সময় পাবেন না।
আরে লেখকরা ঝগড়া করলে, অসহায় পাঠকগুলো কি করবে!! তারা তো গল্প পড়ার আশায় এখানে আসে। আর গল্প পড়া বা লেখার অধিকার সকলেরই আছে।
সবাই মাথা ঠান্ডা রাখুন। তা না হলে দিদির ও একই অবস্থা হবে। আপনাদের যুদ্ধ থামাতে থামাতেই দিদির সময় বেলা চলে যাবে, উনি হয়তো আর লেখারই সময় পাবেন না।