27-01-2022, 09:17 PM
(27-01-2022, 03:43 PM)Baban Wrote: মানুষ বড়ো অদ্ভুত.... ভুতের গল্প বা ছবি দেখে ভয় পেয়ে রাতের বেলায় নানাদিকে ভয়ানক কিছু কল্পনা করে ভয়ও পাবো, আবার ভুত নিয়ে আলোচনা বা গল্প এড়িয়ে যেতেও পারবোনা.... কোথাও যেন আমরা ভয় পেতেও পছন্দ করি... কি আজব
সত্যিই ইনকিউবাস বেশ ভয়ের... সাথে বিপরীত লিঙ্গের শক্তিটিও কম যায়না!!
একটা মজার কথা বলি। ভুতে ভয় পেলেও, আমি ভুতের গল্প শুনতে এবং পড়তে পছন্দ করি। কিন্তু সিনেমা ভালো লাগে না। আসলে যা আওয়াজ বা সাউন্ড ইফেক্ট থাকে , তাতে অস্থিরতা বেশী লাগে আমার। তবে আমার ছেলে আমার মতই ভুতের গল্প শুনতে পছন্দ করে। সেক্ষেত্রে ও থাকে মাঝে কিম্বা আমি বা ওর বাবার কোলে। আর তারপরে একলা বাথরুম যেতে পারে না। আমাকে নিয়ে গিয়ে করিয়ে আসতে হয়। আমার বাচ্চা রা না হলে আমিও হয়ত এই রকম ই ভীতু থাকতাম। কিন্তু ওরা যখন ভয় পায় তখন আমার নিজেকে সাহসী করতেই হয়। সেই করতে গিয়ে এখন একটু সাহস পেয়েছি। ইনকিউবাস এর ব্যাপার টা শুনে, আমার অভ্যেস হয়ে গেছিল দিনে দুবার স্নান করা, শুনেছিলাম, নোংরা ওদের কে বেশী আকর্ষিত করে।
মানে আমার এক জেঠু স্থানীয় আছেন, শশুর বাড়ি সম্পর্কে, তিনি তান্ত্রিক গোছের মানুষ। তার কাছ থেকেই শোনা। আমাদের খুব ভালোবাসেন, আর মাঝে মাঝে ভাইপোর বাড়িতে এসে থাকেন। আমি নিজে বিজ্ঞান এর একটি বিশেষ শাখার অধ্যাপিকা হয়েও এই সবে কেমন একটা বিশ্বাস আছে। অনেকেই নাক সিটকান। কিন্তু ভয় টা তো ভয় ই। আমার ভয় লাগে। কেমন একটা অন্যরকম অনুভব শরীরে আর মনে। যতদুর সাইকোলজি বুঝি, হয়তো এটা সাইকোলজির খেলা, কিন্তু বিশেষ জায়গায়, বিশেষ ক্ষনে, অনেক মানুষ, ভয় পাচ্ছে আলাদা আলাদা ভাবে, এই ব্যাপার গুলোর ব্যাখ্যা পাই না। তখন ভয় লাগে।
আসলে হয়ত, ভয় টা ভুতের নয় আমার, ভয় টা ঘটনার কার্যকারন সম্পর্কে না জানা। কারন যার জন্য ভয় পাচ্ছি, সেই ব্যাপার টা জেনে গেলে অপশন ক্লিয়ার থাকে সামনে। হয় এগিয়ে যাব ভয় পাব না, না হলে পালাবো। যেমন কালো জলে আমার মারাত্মক ভয়। পুকুরে নামতেই ভয় পাই সেই জন্য। মনে হয় যদি কালো জলের ভিতর থেকে কেউ আমার পা টেনে ধরে? সমুদ্রে নামতে ভয় লাগে না, কিন্তু অল্প জল হলেও, কালো জলের পুকুর কে ভয় লাগে।
এই রকম অনেক কিছু নিয়ে লেখার ইচ্ছে আছে। কিন্তু আমি ভীতু, সে নিয়ে সন্দেহই নেই।