26-01-2022, 10:57 PM
(26-01-2022, 10:34 PM)ddey333 Wrote: বলেছি এইটা , ওরা ভাবতেও পারেনা এসব নিয়ে যা চলছে এখন ...
দুটোর মধ্যে একটা হবে খুব তাড়াতাড়ি , হয় আমি নেই বা ওদের কেউও নেই ,
বিচি তোমাকে ভুলবো না কোনোদিন , ফোন নম্বর পাঠাচ্ছি ... যদিও আমার একটাই অফিসিয়াল আছে ...
আরেকটা আছে পার্সোনাল কিন্তু আমি দেখার সময় পাইনা
ভাবতে পারে না বলে নিজের গা বাঁচিয়ে আড়ালে লুকিয়ে বসে থাকার চেয়ে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়ে কাউকে অপমানের হাত থেকে বাঁচানোর চেষ্টা করাটা অনেক বেশি গর্বের বলে আমি মনে করি।
যেটা আজ তোমার জন্য আমি করেছি। ওখানে আমি Jupiter কে অনুরোধ না করলে সবাই তোমাকে ছিঁড়ে খেতো, অপমানে অপমানে জর্জরিত করে দিত। আমি হস্তক্ষেপ করার পর ব্যাপারটা অনেকটাই থিতিয়ে গিয়েছে। পরবর্তীকালে বাবান সবাইকে থামাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাহায্য করেছে। বিচিত্র তোমার জন্য গলা ফাটিয়েছে। পুরো ব্যাপারটাই তোমার জানা।
কে ঠিক কে ভুল এর বিচার আমি করবো না .. সবাই নিজের দৃষ্টিভঙ্গিতে নিজেকে সঠিক বলে মনে করে। তুমি চলে যেতে চাইছো এই ফোরাম ছেড়ে কিছু লোকের কটূ কথায় যাদের তুমি চেনো না, কোনোদিন দেখা হবে না তাদের সঙ্গে। ভালো কথা ..যেটা তোমার ভালো মনে হয় সেটাই করো। যে যেতে চায় তাকে জোর করে আটকানো উচিত নয় বলেই আমি মনে করি।