Thread Rating:
  • 51 Vote(s) - 3.29 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
WRITER'S SPECIAL কিছু কথা ছিল মনে
(25-01-2022, 06:37 AM)Jupiter10 Wrote: গল্পটা পড়লাম বাবানদা। আপনার প্রত্যেক নতুন গল্পট পুরোনো গল্প গুলোকে পেছনে ফেলে দেয়। এই গল্পের ক্ষেত্রেও তাই। গল্প একটা ধারার মধ্যে বয়ে গেছে। প্রথম দিকে একজন নারী তার শিশু সন্তান কে যে ভাবে বলে বলে খাওয়াচ্ছে তার দৃশ্য খুবই নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছেন। এখানে একজন নারীর পুরুষের জীবনের বিভিন্ন ভূমিকা গুলোও উল্লেখ করেছেন যা প্রশংসনীয়। একজন নারীর মধ্যে মাতৃসত্ত্বা, স্ত্রীসত্ত্বা দুটোই থাকে এখানে তা পরিষ্কার ভাবে বর্ণনা করেছেন। আর বন্ধু যদি পরে প্রেমিকা হয় এবং আগে গিয়ে স্ত্রীর ভূমিকা নেয় তাহলে তো কিছু বলার নেই। এই ধরণের সম্পর্ক অনেক গভীর হয়। শেষ অংশে কষ্ট হলো ওই বিষয় নিয়ে কিছু বলতে চাই না।অনেক ভালো লিখেছেন বাবান দা। বরাবরের মতোই প্লট চিন্তা নিয়ে মনে এখানেও প্রশ্ন রয়ে যাবে।

অনেক ধন্যবাদ। তবে সম্ভবত এটাই আমার আপনার শেষ গল্প পড়া হবে। কারণ আপনি অনুরোধ করেন আমি পড়ি। আমারও অনুরোধ করতে ইচ্ছা হয় কিন্তু আপনি আগেই তা না করে দিয়েছেন কারণ আপনি অজাচার পছন্দ করেন না। তবে অনেক সময় অনুরোধের মান রেখেও অপছন্দের জিনিসকে গ্রহণ করতে হয়। আপনাকেও সেই অনুরোধ করলাম আপনি আমার "সুন্দর শহরের ঝাপসা আলো" টা পড়ুন। আপনার মন্তব্যের অপেক্ষায় রইলাম।

দ্বিতীয় এখানে কিছু মানুষ নিজের মনমর্জি মতো যা ইচ্ছা তাই করছেন। ষ্টার রেটিং তুলে দেওয়াতে দুঃখিত আছি। কারণ তারা অজাচারের তীব্র বিরোধী তারা এর জন্য আলাদা বিভাগ চালু করে ছিলো। এখন আবার এটা নিয়ে পড়েছে। দুই দিন পর লাইক, রেপুটেশন নিয়ে পড়বে।
মোট কথা আমি একজন এখানকার সদস্য। আর পাঁচ জনের মতো আমিও গসিপ কে ভালোবাসি। মনে করি গসিপ কে এগিয়ে নিয়ে যেতে সবাই কে একে ওপরের সহযোগিতা সমর্থন করতে হবে। তাই কে কি লিখলো সে নিয়ে তার প্রতি আমার কোনো বিদ্বেষ ছিলোও না আর থাকবেও না। তাই সবাই কেই একসঙ্গে থাকার অনুরোধ করে ছিলাম। সবাইকেই উৎসাহ দিচ্ছিলাম কিন্তু এখন দেখছি না সবাই সমান চিন্তা করেন না। যে যেটা পছন্দ করেন না তার গালি দিয়ে ষষ্ঠী পুজো করে দিচ্ছেন।
দেখি কত দিনে আবার স্বাভাবিক হয়। তখন আবার কলম ধরবো।

ধুর অতো ভাবনার কি আছে? সব সময়েই এমন একটা সময় আসে। আবার সব ঠিক হয়ে যায়। সবাই মিলেই আছি। থাকব ও। বাকি অনেক সাইট এর থেকে এই সাইট অনেক ভারী সব দিকেই।
[+] 3 users Like nandanadasnandana's post
Like Reply


Messages In This Thread
RE: কিছু কথা ছিল মনে - বাবান - by nandanadasnandana - 26-01-2022, 08:58 PM



Users browsing this thread: 26 Guest(s)