25-01-2022, 10:07 PM
(25-01-2022, 08:26 PM)Baban Wrote: প্রতি পর্বের নাম দেওয়ার দায়িত্ব যখন লেখক মহাশয় আমায় দিয়েছেন... এবারেও সেই দায়িত্ব পালন করতে হবে।
এই পর্ব গুলো ও বিশেষ করে শেষ পর্ব পড়ে যে নামগুলো আসছে মনে তা হলো -
1- রঙিন পথের পথিক
2- নতুন সূচনা
3- শেষের থেকে নতুন শুরু
4- নতুন জীবনের স্পর্শ
কোনটা রাখবে ভেবে নাও।
আমি আমার নাম দেওয়ার দায়িত্ব পালন করেছি.... এবার তুমি সামলাও
আমি নিজেই কোনো একটা ভাবতে পারলাম না বলেই তো চারটে দিলাম। এবার বাকিরা ভেবে একটা ঠিক করুক...... আর যদি কারো আরও ভালো কোনো নাম মাথায় আসে প্লিস সাজেস্ট করুন... বিচিত্র ভায়া সেটাও রাখতে পারেন... আমি মোটেও কিছু মনে করবোনা.... নাম রাখাটা জরুরি... কে রাখছে নয়।