25-01-2022, 08:59 PM
কিছু কথা -
আমি মনে করি প্রতিটা লেখক নিজের সময় বার করে নিজের মনের কথা লিখতে আসে এখানে। তা তার মান যাই হোক... কেন শুধু শুধু তাকে ডিমোটিভেট করবো? ভালো না লাগলে চলে যাবো, বা জানাবো কোথায় ভুল হচ্ছে... কিন্তু জাস্ট আমার পছন্দ হলোনা বলে শয়তানি করে রেটিং কমিয়ে কেটে পড়বো.. এ কেমন আচরণ? লোককে অনুপ্রাণিত করে আনন্দ, ছোট করায় নয়।
এবারে বলি কিছু কথা - এই xossipy তে চাই আরও লেখক ও পাঠক আসুক। শুধু সেক্স কেন? বা রোমান্স কেন? আরও নতুন বিষয় নিয়ে গল্প আসুক। এই চিন্তা অনেকদিন আমার মাথায় ছিল তাই সেটাই কালকে সারিট১১ এর সাথে শেয়ার করি. কয়েকটা নতুন প্রেফিক্স সংযোজন করার রিকুয়েস্ট করি ওকে।
আমি কাল সারিট১১ কে বলে ৫টা নতুন প্রেফিক্স যোগ করিয়েছি। এবারে নতুন লেখক রা সেক্স ও আগেকার বিষয় বাদেও নতুন বিষয় নিয়ে লিখতে পারেন। যেমন Horror, romantic thriller, romantic comedy এছাড়া erotic thtiller ও যোগ করিয়েছি আমি। ধন্যবাদ sari11 কে সে আমার ইচ্ছাপূরণ করে। Thanks sarit again❤
এবারে শুধু সেক্স নয়.... আসুন অন্য ধরণের গল্পও হোক... আমি চাই আরও পাঠক আসুন... পড়ুন... নতুন লেখক আসুন... ভয় নিয়েও গল্প লিখুন। রেজিস্টার করে যোগদান করুন পাঠক আর মতামত দিন নিজেদের। আপনাদের প্রতিটা মতামত আমাদের অনুপ্রাণিত করবে।
- Baban