25-01-2022, 03:39 PM
(25-01-2022, 12:05 PM)Baban Wrote: এতদিনের যাত্রা তাহলে শেষ হলো.... না ভুল বললাম..... শুরু হলো ❤
কচি কচি পুচকে গুলো নিয়ে এক নতুন জীবন। এবারে যদি ওই 23 বছরের বাচ্চাটা বড়ো হয়। উচ্চতাতেই বেড়েছে..... মগজে সেভাবে নয়। ছেলেটাকে জন্ম থেকে দেখে আসছি তাই এই কথা বলার অধিকার পাচ্ছি, নইলে কখনোই বলতাম না। আর সুচিও এবার বুঝবে বাচ্চা যখন এঁচোড়ে পাকা হয় তখন কেমন লাগে? নানা ইয়ার্কি মারলাম...... এবারে se বুঝবে মা হবার দায়িত্ব সাথে আনন্দ কি? ওই থ্রিলার পার্ট নিয়ে কিছু আর বলতে চাইনা.... শুধু ভালোবাসা বুকে নিয়ে প্রতিটা চরিত্র বেঁচে থাকুক আমাদের মাঝে ❤❤
খুব সুন্দর ছিল শেষ পর্ব...... সবকটা পুচকে কে চুমু আমার তরফ থেকে ❤
সবকটা পুঁচকে কে আমার তরফ থেকেও চুমু । এতো গুলো মাস আমার লেখা পড়ে তার বিশ্লেষণ করার জন্য আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না । আপনিই প্রথম আকাশের বাবার উপর নজর দিয়েছিলেন এটাও কখনো ভুলবো না ।
পরবর্তী প্রতিশোধ সিরিজের উপন্যাস আসবে জুলাই মাসে ( যদি বেঁচে থাকি )
জানি ওটাও পড়বেন । আপাতত এই পর্বের নামকরণ করুন
❤️❤️❤️