Thread Rating:
  • 106 Vote(s) - 2.8 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance মিষ্টি মূহুর্ত ( উপন্যাস) সমাপ্ত :---
(25-01-2022, 10:29 AM)Bumba_1 Wrote: দীর্ঘদিন ধরে চলা এই উপন্যাস আজ সমাপ্ত হলো। এই উপন্যাসের প্রায় প্রতিটা পর্বের লাইন ধরে ধরে বিশ্লেষণ, গঠনমূলক সমালোচনা এবং অবশ্যই সু-পরামর্শ, সব থেকে বেশি আমিই দিয়েছি লেখক কে .. এ কথা অনস্বীকার্য।আজ আমি এই অন্তিম পর্ব নিয়ে কোনো বিশ্লেষণে যাবো না, এমনকি এই বিষয়ে একটাও কথা বলবো না। কিন্তু, এছাড়াও বেশ কিছু কথা বলার আছে আমার .. যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, না বললেই নয়। 
প্রেমের গল্প এখানে আগেও লেখা হয়েছে, যেখানে যৌনতা এসেছে। কিছু লেখক অযাচিতভাবে যৌনতা নিয়ে এসেছেন তাদের কাহিনীতে, আবার কেউ কেউ ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে যৌনতাকে যথাযথভাবে প্রতিস্থাপন করেছেন। কিন্তু একজন ২২ - ২৩ বছরের অল্পবয়সী লেখক কোনোরকম রতিক্রিয়ার বর্ণনা ছাড়াই এতগুলো মাস ধরে এই রকম একটা মিষ্টি প্রেমের গল্প আমাদের উপহার দিয়ে গেছে যার views প্রায় এক লাখ ছুঁই ছুঁই (অন্তিম পর্বের পর যা হয়তো এক লক্ষ অতিক্রম করবে) .. তার এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই এবং কুর্নিশ জানাই। আসলে কোনো গুরুগম্ভীর বা অত্যন্ত কঠিন রূপক (যা এখানকার অর্ধেকের বেশি পাঠকের বোধগম্য হয় না) ব্যবহার না করে সহজ সরল ভাষায় এই কাহিনীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যেই সর্বজনীনভাবে লেখক এত সাফল্য পেয়েছে। সব কিছুর মধ্যে একটা ফিল গুড ব্যাপার .. প্রভাত রায়ের রোমান্টিক সিনেমাগুলোর মতো। পাঠকরাও এই গুলোই বেশি খায় .. জটিলতার মধ্যে ঢুকতে চায়না বেশি।
আমি নিজে একজন স্পোর্টসম্যান। ইউনিভার্সিটি টিমে ফুটবল এবং ক্রিকেট দুই বিভাগেই প্রতিনিধিত্ব করেছি। তাই সব কিছুর উদাহরণ একজন ক্রীড়াবিদের মতো ক্রীড়ার মাধ্যমেই দিয়ে থাকি। মিষ্টি মুহূর্ত গল্পের শুরু এবং এতদিন রাজকীয় ভাবে এগিয়ে চলা কে আমি ১৯৯৬ সালে ইংল্যান্ডে লর্ডসের মাটিতে সৌরভ গাঙ্গুলীর উত্থানের সঙ্গে তুলনা করবো। সেই সময় অনেকেই মনে করতো বাংলা থেকে ক্রিকেট প্লেয়ার তৈরি হয় না/হবেও না .. সৌরভ কোটার প্লেয়ার তাই চান্স পেয়েছে, এটাই হয়তো ওর জীবনের শেষ সিরিজ হবে। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে বছরের পর বছর তার নিজের নাম অর্থাৎ 'মহারাজের' মতোই খেলে গেছে সে। তার পরবর্তী কালে সৌরভকে দেখে বেশ কিছু বাঙালি/বাংলার হয়ে প্রতিনিধিত্ব করা ক্রিকেটার limelight এ এসেছে .. যার মধ্যে ঋদ্ধিমান সাহা এবং মোহাম্মদ সামি অন্যতম।
ঠিক তেমনি, আমার ভাইটুর (লেখককে আমি এই নামেই ডাকি) এই সফলতাকে আদর্শ করে অনেক লেখক সাহস দেখাবে যৌনতা বর্জিত যে কোনো উপন্যাস লেখার।
সবশেষে লেখকের উদ্দেশ্যে বলবো এগিয়ে চলো, লেখার ক্ষেত্রে উত্তরোত্তর উন্নতি হোক তোমার, পরের উপন্যাসের জন্য অগ্রিম শুভকামনা রইলো।

কি করেছেন আপনি Blush Blush Blush    প্রথম কমেন্টটাই এমন করলেন যে সবাই বলতে বাধ্য হলো যে , বুম্বাদার ওই লেখার পর আমার আর কিছু বলার থাকে না । আর ছটা লাইক  Heart 

এই উপন্যাস টা লিখতে গিয়ে যদি আমার লেখার সামান্যতম উন্নতি হয়ে থাকে তাহলে সেটা আপনাদের এই গুটি কয়েক পাঠকের জন্য । যারা নিজের মতামত দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে  Shy

প্রতিশোধ সিরিজের পরবর্তী গল্প জুলাই মাসের দিকে আসবে ( যদি বেঁচে থাকি  Tongue  )

Love you ❤️❤️❤️
[Image: 20220401-214720.png]
[+] 1 user Likes Bichitro's post
Like Reply


Messages In This Thread
RE: মিষ্টি মূহুর্ত ( উপন্যাস) চলছে :--- - by Bichitro - 25-01-2022, 03:23 PM



Users browsing this thread: 156 Guest(s)