25-01-2022, 01:10 PM
শুভসমাপ্তি ঘটলো এক উপন্যাসের।
গল্পটা পড়ে অনেকেই হয়তো মনে মনে প্রার্থনা করবে যে আকাশের মতই এক জীবনসঙ্গী দরকার কিংবা সুচির মত দায়িত্বশীল এক গৃহবধূর।
দেখতে দেখতে যেমন গল্পটা শেষ হলো তেমনি আকাশ আর সুচিত্রা যারা কিনা সেদিনই জন্ম নিলো তারপর সারাদিন খেলে বেড়াতো একজন আরেকজনের সাথে তারাই কিনা এখন বাবা-মা! আসলেই মনে করি যে সময়ের মত এতো গতিশীল বুঝি আর কিছুই নয়।
মূলধারার এই গল্প উপন্যাসটা যে যথেষ্ট আলোচিত সাড়া ফেলেছে পাঠকের মাঝে সেটা বলার অপেক্ষা রাখেনা, এছাড়াও এই সাইটের জন্যেও ইতিবাচক যখন কিনা নতুন লেখা কিংবা লেখকের যথেষ্টই অভাব। এমন একটা গল্প নিশ্চই আলাদা একটা পাঠকশ্রেণী তৈরী করতে পেরেছে, এবং আপনার পরের উপন্যাসের জন্যে মুখিয়ে থাকবে সবাই। এই গল্পটা আপনার লেখনীকেও করেছে সমৃদ্ধ।
গল্পটা পড়ে অনেকেই হয়তো মনে মনে প্রার্থনা করবে যে আকাশের মতই এক জীবনসঙ্গী দরকার কিংবা সুচির মত দায়িত্বশীল এক গৃহবধূর।
দেখতে দেখতে যেমন গল্পটা শেষ হলো তেমনি আকাশ আর সুচিত্রা যারা কিনা সেদিনই জন্ম নিলো তারপর সারাদিন খেলে বেড়াতো একজন আরেকজনের সাথে তারাই কিনা এখন বাবা-মা! আসলেই মনে করি যে সময়ের মত এতো গতিশীল বুঝি আর কিছুই নয়।
মূলধারার এই গল্প উপন্যাসটা যে যথেষ্ট আলোচিত সাড়া ফেলেছে পাঠকের মাঝে সেটা বলার অপেক্ষা রাখেনা, এছাড়াও এই সাইটের জন্যেও ইতিবাচক যখন কিনা নতুন লেখা কিংবা লেখকের যথেষ্টই অভাব। এমন একটা গল্প নিশ্চই আলাদা একটা পাঠকশ্রেণী তৈরী করতে পেরেছে, এবং আপনার পরের উপন্যাসের জন্যে মুখিয়ে থাকবে সবাই। এই গল্পটা আপনার লেখনীকেও করেছে সমৃদ্ধ।