23-01-2022, 11:01 PM
(This post was last modified: 24-01-2022, 09:25 PM by Baban. Edited 2 times in total. Edited 2 times in total.)
(23-01-2022, 10:05 PM)ddey333 Wrote: প্রথম দিকে তোমার ওসব হাবিজাবি গল্প ... হতাশ হতাম ... আজ বলার সাহস রাখি ,
কিন্তু এখন এসব কি দিচ্ছ ... পাগল করে দেবে নাকি ... গলাগলি করতে ইচ্ছে করছে , দিল্লি কবে আসবে জানিও ..
এটা ঠিক যে এইসব ভূমি, আমার একলা আকাশ, বন্ধু, দূরত্ব, কাগজের নৌকো লেখার পর আর অ্যাডাল্ট লিখতে ইচ্ছে করেনা। এই লেখনী উপহার দেওয়ার পর আর ঐসব লিখতে নিজেরই কেমন বাধে। তবু শুরু তো ওইসব দিয়েই তাই সেই লেখক বাবান না থাকলে আজকের এই বাবানকে পাওয়া যেত কিনা জানিনা। এই দুই ধরণের বাবানই ছিল, আছে থাকবে।
প্রত্যেকের নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে। অনেকেরই সেসব লেখা ভালো লাগলেও সবার নাই লাগতে পারে। সেটা জানাতেও কোনো বাঁধা নেই। সেদিনের ঐসব লেখা পড়ে যাতা লাগলেও আজকের এই বাবানের লেখা যে তোমাকে এইভাবে আকৃষ্ট করে এটাই তো অনেক। জানি কয়েকজন বাধে এসব লেখার মূল্য নেই এখানে তবু পাগল আমি, লিখেই চলি.....তাই পড়তে থাকো।
উপরের কমেন্ট পড়ে সত্যিই ভালো লাগল ❤
❤✨️❤️✳️⭐️❤✨️❤️✳️⭐️