23-01-2022, 10:39 PM
(23-01-2022, 06:18 PM)sairaali111 Wrote:দেশীয় অধ্যাত্ম-সংস্কৃতিতে একটি - না না, দু'টি অসাধারণ শব্দ আছে - অহৈতুকি আর প্রারব্ধ । এখন , আপনার মন্তব্যের প্রেক্ষিতে মনে হচ্ছে ওই দু'টিই আমার ক্ষেত্রে অবিসংবাদী প্রযোজ্য । - প্রথমত , ''অহৈতুকি'' - 'এ মণিহার আমায় নাহি সাজে' - কিন্তু ''কৃপা'' কি কখনো সন-তারিখ-মন্দ-ভাল-রাখঢাক-কালসাদা মেপেজুপে আসে ? সে ঝরে শ্রাবণের ধারার মতো - যেমন ঝরিয়েছেন আপনি জনাবজী । - দ্বিতীয়ত , ''প্রারব্ধ'' - এটি নাকি মানুষের পূর্বপূর্ব জন্মের 'ব্রট ফরোয়ার্ড' - সঙ্গে আসে ইহ জন্মে । - সমঝদারোকে লিয়ে ..... - সহস্র সালাম আপনাকে জনাবজী । - এবং অন্যদেরও ।
পড়লাম আপনার অত্যন্ত আবেগে ভরা উত্তর ,
একটা খুব বাজে লেখা পড়ে গত কয়েকদিন ধরে ভীষণ ভাবে মানসিক ভারসাম্য হারিয়ে আছি ...
কেউ বোঝেনা ... সবাই , ওই গল্পের লেখিকাও আমাকে বাচ্চা ছেলে .. ওলে বাবালে .. .. করে বলেন ... কি করবো বলে দিন আপনি একটু