23-01-2022, 10:10 PM
(23-01-2022, 08:59 PM)nandanadasnandana Wrote: কি করব, মন সিরিজে সেই সব গল্প গুলই আসবে যেগুলো প্রেমের। কাজেই মন সিরিজের এটা প্রথম গল্প। এর নাম দেওয়া টা দরকার ছিল। পরের টাও এই রোমান্স এই আসবে। সেটা ও মন সিরিজেই ঢুকবে। কিন্তু আলাদা থ্রেড এ আসবে। যদি ভৌতিক লিখি তো ভৌতিক এ হবে একটা সিরিজ। হার্ড কোর হলে তার ও একটা নাম দেব। এই ভাবেই চলবে। এখন ফাঁকা আছি লিখে নিচ্ছি। জানিনা কবে আবার চাপ আসবে। তখন হয়ত লিখতেই পারব না আর। সময় ই পাব না।
আমার কথা কবে লিখবে দিদি গো , প্রচুর যন্ত্রনা এই বুকে ....