23-01-2022, 08:59 PM
(23-01-2022, 04:00 PM)ddey333 Wrote: কোন সে আলোর স্বপ্ন ???
জোর করে ঠেসে ধরে আবারো পুরোনো ভুলে যাওয়া একটা দুঃস্বপ্নে ঢুকিয়ে দিয়ে ... খুব বাজে কাজ করলে নান্দুদি ... খুব বাজে ...
কি করব, মন সিরিজে সেই সব গল্প গুলই আসবে যেগুলো প্রেমের। কাজেই মন সিরিজের এটা প্রথম গল্প। এর নাম দেওয়া টা দরকার ছিল। পরের টাও এই রোমান্স এই আসবে। সেটা ও মন সিরিজেই ঢুকবে। কিন্তু আলাদা থ্রেড এ আসবে। যদি ভৌতিক লিখি তো ভৌতিক এ হবে একটা সিরিজ। হার্ড কোর হলে তার ও একটা নাম দেব। এই ভাবেই চলবে। এখন ফাঁকা আছি লিখে নিচ্ছি। জানিনা কবে আবার চাপ আসবে। তখন হয়ত লিখতেই পারব না আর। সময় ই পাব না।