23-01-2022, 06:48 PM
একটা মুভি দেখেছিলাম কয়দিন আগে নাম Ghostland যেখানে মুভির কেন্দ্রীয় চরিত্র নিজেদের সাথে ঘটে যাওয়া একটা দুর্ঘটনার পরে নিজেকে অবচেতন মনের ভিতরে হারিয়ে ফেলে যা কিনা তাকে ঢেকে রাখে বাস্তবতা থেকে, অবশেষে দেড় দশক পরে ঘটনা দুর্ঘটনার মাধ্যমে সে ফিরে আসে বাস্তবতায় এবং বুঝতে সক্ষম হয় যে সে আসলে নিজেরই এক মনের সুখস্বপ্নের মায়াজালে আটকে ছিল এতদিন যার কিছুই বাস্তব নয়!
মুভির ঘটনার বর্ণনা দিয়ে আর অযথা সময় নষ্ট করলাম না এখানে, ওটা একটা হরর মুভি।
খুব হৃদয়স্পর্শী একটা গল্প এই "ও খোকন", মায়ের অবচেতন মন তার কল্পিত সন্তানকে দিয়ে রূঢ় বাস্তবতাকে ঢেকে রেখেছে। ভাবছি যেদিন মমতা বাস্তবতায় ফিরে আসবে তারপর কিভাবে সে দাঁড়াবে বাস্তবতার সামনে।
তো বাবান দা, এই গল্পের কিন্তু একটা প্লট থেকেই গেলো যা কিনা আপনি কাজে লাগাতে পারেন সামনে আরেকটি ছোটগল্প লিখে।
মুভির ঘটনার বর্ণনা দিয়ে আর অযথা সময় নষ্ট করলাম না এখানে, ওটা একটা হরর মুভি।
খুব হৃদয়স্পর্শী একটা গল্প এই "ও খোকন", মায়ের অবচেতন মন তার কল্পিত সন্তানকে দিয়ে রূঢ় বাস্তবতাকে ঢেকে রেখেছে। ভাবছি যেদিন মমতা বাস্তবতায় ফিরে আসবে তারপর কিভাবে সে দাঁড়াবে বাস্তবতার সামনে।
তো বাবান দা, এই গল্পের কিন্তু একটা প্লট থেকেই গেলো যা কিনা আপনি কাজে লাগাতে পারেন সামনে আরেকটি ছোটগল্প লিখে।