23-01-2022, 06:18 PM
(23-01-2022, 11:51 AM)ddey333 Wrote: আপনি এই ফোরামের গৌরব ... শতকোটি প্রণাম নেবেন ....
দেশীয় অধ্যাত্ম-সংস্কৃতিতে একটি - না না, দু'টি অসাধারণ শব্দ আছে - অহৈতুকি আর প্রারব্ধ । এখন , আপনার মন্তব্যের প্রেক্ষিতে মনে হচ্ছে ওই দু'টিই আমার ক্ষেত্রে অবিসংবাদী প্রযোজ্য । - প্রথমত , ''অহৈতুকি'' - 'এ মণিহার আমায় নাহি সাজে' - কিন্তু ''কৃপা'' কি কখনো সন-তারিখ-মন্দ-ভাল-রাখঢাক-কালসাদা মেপেজুপে আসে ? সে ঝরে শ্রাবণের ধারার মতো - যেমন ঝরিয়েছেন আপনি জনাবজী । - দ্বিতীয়ত , ''প্রারব্ধ'' - এটি নাকি মানুষের পূর্বপূর্ব জন্মের 'ব্রট ফরোয়ার্ড' - সঙ্গে আসে ইহ জন্মে । - সমঝদারোকে লিয়ে ..... - সহস্র সালাম আপনাকে জনাবজী । - এবং অন্যদেরও ।