23-01-2022, 04:18 PM
(23-01-2022, 03:25 PM)nandanadasnandana Wrote: দারুন। কিন্তু খুব কস্টকর। বুঝতে পারছিলাম কি হতে চলেছে। কন্সেপ্ট টা তো বলে দিয়েছিলে তুমি তাই মনের মধ্যে ওই ভয় টা ছিল। সত্যি কথা বলি, বাচ্চাদের কিছু হবার কথা ভাবতেও পারি না। মনের মধ্যে স্থায়ী ভাবে আঁচড় কেটে যায়। তাই গল্প হোক বা আশে পাশের কোন ঘটনা বাচ্চাদের সম্পর্কিত, এই রকম ঘটনা হলে, এমনি ই কেঁদে ফেলি। নিজের কোল মনে পড়ে তখন খুব। মারাত্মক সেন্সিটিভ জায়গা। স্বামী সংসার সব কোরবান ওই একটা জায়গায়। মেয়েরা সব থেকে দুর্বল নিজের কোলে। যতদিন কোলে কেউ না আসে, মেয়েরা এক রকম আর এসে গেলে আরেক রকম। দারুন হয়েছে।
অনেক অনেক ধন্যবাদ। এই গল্পটা পড়ার জন্যে ।
একদমই সঠিক বলেছেন। নারীর জীবনের সবচেয়ে বড়ো প্রাপ্তি যদি কোনো কারণে হারিয়ে যায়... তার আঘাত অনেকেই মেনে নিতে পারেন না, আবার কেউ কেউ সেই উপহারকে নিজেই অপমান করে দূরে সরিয়ে দেয়....... কে তখন শত্রু আর মিত্র কে? জীবন কি মৃত্যু কি? সব গুলিয়ে যায়। শেষে আবারো ধন্যবাদ.......আমাদের দুজনের গল্পের শেষ পরিণতি গুলো ঠিক হলোনা... এটা কাম্য নয়