23-01-2022, 04:10 PM
লেখার কাজ খুব চাপের। কখনো শুরু নিজের হাতে হলেও একটা সময় নিজের হাতে আর কিছুই থাকেনা, তখন চরিত্র আর তাদের পারিপার্শিক পরিস্থিতি চালনা করে পুরোটা। তখন সবচেয়ে বড়ো অসহায় লেখক বা লেখিকা নিজেই। এটা অনেকে বুঝতেই চায়না.... আমি বুঝি তাইতো বলি এই গল্পের সমাপ্তি এর থেকে ভালো হতে পারতোনা। খুব খারাপ... খুবই খারাপ হয়েছে যা হয়েছে, কিন্তু এটাই যে হবার ছিল ওই চরিত্র গুলোর সাথে.... লেখিকা চাইলেও নিজের মতন হাত চালনা করতে পারতেন না...... সেই ক্ষমতা কারোর নেই। তাই শেষের ওই সিদ্ধান্ত নিতে মন তাকে বাধ্য করেছিল।
- বাবান
- বাবান