23-01-2022, 03:25 PM
দারুন। কিন্তু খুব কস্টকর। বুঝতে পারছিলাম কি হতে চলেছে। কন্সেপ্ট টা তো বলে দিয়েছিলে তুমি তাই মনের মধ্যে ওই ভয় টা ছিল। সত্যি কথা বলি, বাচ্চাদের কিছু হবার কথা ভাবতেও পারি না। মনের মধ্যে স্থায়ী ভাবে আঁচড় কেটে যায়। তাই গল্প হোক বা আশে পাশের কোন ঘটনা বাচ্চাদের সম্পর্কিত, এই রকম ঘটনা হলে, এমনি ই কেঁদে ফেলি। নিজের কোল মনে পড়ে তখন খুব। মারাত্মক সেন্সিটিভ জায়গা। স্বামী সংসার সব কোরবান ওই একটা জায়গায়। মেয়েরা সব থেকে দুর্বল নিজের কোলে। যতদিন কোলে কেউ না আসে, মেয়েরা এক রকম আর এসে গেলে আরেক রকম। দারুন হয়েছে।