22-01-2022, 06:09 PM
(22-01-2022, 05:57 PM)Sanjay Sen Wrote: 1975 IFA shield এ একাই শেষ করে দিয়েছিল মোহনবাগানকে।
RIP ভৌমিক দা
৭৫ এর আইএফএ শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মোহনবাগানকে সেই ৫ - ০ গোলে হারানোর অনেক গল্প শুনেছি মা এবং বাবার মুখে। তখন আমার মাতৃদেবী কলেজে পড়ে আর আমার বাবা কলেজে। সেই খেলায় ভোম্বল বাবু (সুভাষ ভৌমিক) নিজে একটাও গোল না করলেও চার চারটি গোল করিয়েছিলেন।
কয়েক মাস আগে আমার এক বন্ধু বিশিষ্ট সাংবাদিক অনিলাভ (চট্টোপাধ্যায়) দা'র বাড়িতে জীবনে প্রথম এবং শেষবার দেখি সুভাষ ভৌমিককে।
আমি প্রশ্ন করেছিলাম "শুনেছি .. আপনি নাকি ডিফেন্স থেকে ডেকে ডেকে নিয়ে এসে সবাইকে গোল করাচ্ছিলেন ওই ম্যাচে?" উনি এক গাল হেসে বলেছিলেন "না না .. এইসব গল্পকথা .. আমি কি মারাদনা নাকি!!"