22-01-2022, 05:49 PM
(22-01-2022, 05:45 PM)nandanadasnandana Wrote: না না আমি বলিনি উনি জাজ করেছেন। যেটা বলেছেন, সেটা মারাত্মক সত্য কথা। আমরা তো তাদের কেই জানি, যারা এই জীবন দর্শনে বিশ্বাসী আর এতে তারা সফল হয়েছেন। তাদের লড়াই করার মানসিকতা কে আমি সম্মান জানাই। ভাবি, হয়ত আমিও এতো মানসিক জোর নিয়ে চলার যদি যোগ্য হতাম। কিন্তু সবাই তো পারে না। এ গল্প তাদের কথা, যারা পারে নি এটা ভাবতে। নায়ক নায়িকা কি সব সময়ে, সফলতা পায়? তবে তারা কোথায় যাবে, যাদের ব্যর্থতা ভবিষ্যতের সফল মানুষ দের মনে , আশার বীজ পুঁতবে? সেই সব মানুষ দের কেউ মনেও রাখতে চায় না। তাই তো সফলতার থেকে ব্যর্থ তার কাহিনী আমাকে বেশী নাড়া দেয়। দুঃখ সেই জন্যেই লাগে তাদের ব্যর্থ তা তে আমাদের। তাদের ছোট ছোট ভুল গুলো ঠিক করে নিয়ে আমরা এগোব। তাই আমি ওই কথা গুলো বললাম।
ঠিক কথা বলেছেন। এখন মানুষজাতি অত্যন্ত লড়াকু। ১০০০ জনে ৯৯৯ জন বেঁচে থেকে লড়াই করে। ১ জন ছেড়ে দেয় হাল। সেই ১ জনের কথাও তো লিখতে হবে।