22-01-2022, 05:24 PM
(22-01-2022, 05:18 PM)nandanadasnandana Wrote: হা হা হা। বলেছি। অর্জুনের বাঁচার ইচ্ছে টা চলে গেছিল। আর নান্দু মারা গেল, কারন সেও ক্লান্ত ছিল। পাগল হয়ে কাটানো তো সামান্য ব্যাপার না। ও ভাবছে ও সব করছে। কিন্তু সেটা ভার্চুয়াল হচ্ছিল। কে বলতে পারে সে নিজের খাবার টাও ভার্চুয়াল খাচ্ছিল না? ও তো কাউকে আলাউ করত না নিজের সংসারে। কত রক্তক্ষরণ হয়েছে দশ বছরে ১২০ বার। কি যত্ন পেয়েছে ও। বা কাউকে আলাউ করে নি যত্ন নিতে। ব্যাপার আমাদের চোখে ঘেঁটে থাকা জীবন। কিন্তু নান্দুর চোখে স্বামী পুত্র কন্যা নিয়ে থাকা একটা নিশ্চিত জীবন। কাজেই বলা যাচ্ছে না, মেডিক্যালি কোন কারন নেই।
ঠিক আছে , রেগেমেগে লিখেছিলাম ... এতো ব্যাখ্যা চাইনি , দরকার নেই আমার ..