22-01-2022, 05:02 PM
(22-01-2022, 01:01 PM)Tilottama Wrote: Agree very much. It is quite easy to die for a cause. It is many times more difficult to LIVE for a cause.
yup. i know / understand.. all these .. even if somebody don't know how to live, life is also difficult for him/her to live with.. আপনার কথাটা সর্বতো ভাবেই সত্যি। তাই বলেছিলাম, সব টাই মনের খেলা। যে যে ভাবে জীবন কে বেঁচেছে, জীবন কে ভোগ করেছে, জীবনের সাথে এগিয়েছে, পিছিয়েছে, সবার চিন্তা ভাবনা ধারনা এক রকম হবে নাকি?
কেউ প্রেমে ঘা খেয়ে প্রেম থেকে বিশ্বাস তুলে ফেলে, সেই মানুষ ই প্রেম পেলে আবার আঁকড়ে ধরে। আমাদের চিন্তা ভাবনা, চলা ফেরা, পরের উপরে বিশ্বাস, আত্ম বিশ্বাস, ইভেন সিদ্ধান্ত, সবটাই পরিস্থিতি এবং সেই মানুষ টির সেই সময়ের মানসিক স্থিতি, জীবনের মূল্যবোধ এই সবের উপরে নির্ভরশীল। তাই তো জাজ করতে পারি না কিছুই। সবার ভাবনার মূল্য আছে। কারন জীবন থেকেই মানুষ ধারনা পায়। আর এক ই ডাইমেনশন ( আমি চার ডাইমেনশন বোঝালাম) থাকলেও হরেক মানুষের জীবন সম্পর্কে ধারনা আলাদা আলাদা হবে এই ব্যাপারে কোন সন্দেহ থাকতে পারে না।