22-01-2022, 04:12 PM
(This post was last modified: 22-01-2022, 04:13 PM by Bumba_1. Edited 1 time in total. Edited 1 time in total.)
আসছে দিন সামলে নিন
সময়টা ২০২৩
*কেন্দ্রীয় সরকারের বদান্যতায় সব ব্যাঙ্ক প্রাইভেটে শিল্পপতিদের পরিচালনায়।*
*হাজার দুয়েক টাকা ব্যাঙ্কে জমা দেবো বলে বাড়ি থেকে বেরোলাম। মাইল খানেক গিয়ে ব্রাঞ্চের সামনে সাইকেল রাখতেই সিকিউরিটি ইউনিফর্ম পরা এক ছোকরা একটা কাগজ হাতে ধরিয়ে দিলেন। হাতে নিয়ে দেখলাম, Bicycle Rs. 20। নীচে একটা ছোট্ট স্লোগান, 'Safe cycling, Safe Banking'। আমি একটু ইতস্তত করছি দেখে ছোকরা আস্তে করে, কার্ড সোয়াইপ মেশিনটা এগিয়ে দিল। আমি কার্ড বার করে সোয়াইপ করে এগোই। মোবাইলে ম্যসেজ এলো Rs. 20 has been debited from your account'। ঢোকার গেট বন্ধ, নো এট্রি’ স্টিকার সাঁটা। নীচেয় একটা তীর চিহ্ণ দিয়ে লেখা, ‘ইউজ লিফ্ট’। তীর বরাবর একটু এগোতেই লিফ্ট নজরে আসল। কিন্তু সুইচ টিপলেও খুললো না। সাথে সাথে লাল আলোয় ডিসপ্লে করলো, ‘প্লিজ ইনসার্ট ইওর ডেবিট কার্ড হিয়ার’। ডেবিট কার্ডটা বার করে ঢোকালাম। লিফ্ট এর দরজা সাথে সাথে চিচিং ফাঁক। সেই সাথে ডিসপ্লেতে ভেসে উঠলো, ‘Rs. 10 has been debited from your account'।*
*সোঁ করে উপরে উঠে গেলাম। গেটে দাঁড়িয়ে থাকা দারোয়ান জিজ্ঞেস করলো, “আপনার কি ‘ইনফো কার্ড’ লাগবে?” একটু অবাক হয়ে বললাম, “কেন? সেটা আবার কি?” সে বললো, নিরাপত্তার স্বার্থে ব্যাঙ্কের ডেস্কগুলো একটু পাল্টে গেছে ও কোনটি কোথায় আছে সেটা কোন বোর্ডে লেখা থাকবে না। তাই সেগুলো এখন কোথায় কোনটা আছে সেটা জানার জন্য ইনফো কার্ড লাগবে। আমি বললাম, ‘এ তো উদ্ভট নিয়ম’। সে মুচকি হেসে বললো, ‘সব তো দেশের ভালোর জন্য। আপনার কটা ইনফো কার্ড লাগবে?’ আমি ভেবে দেখলাম আমার শুধু জানার দরকার যে জমা দেওয়ার ফর্মটা কোথায় পাওয়া যাচ্ছে আর জমা দেওয়ার ডেস্কটা কোথায়। ‘দিন দুটো কার্ড দিন’। ‘কুড়ি টাকা দেবেন’। আবার কর্ড সোয়াইপ এবং মোবাইল ডিসপ্লে Rs. 20 has been debited from your account'।*
*কার্ড দুটি পেয়ে জমা ফর্ম যোগাড় করে পেন বার করে লিখতে যাবো, অমনি এক নিরাপত্তারক্ষী হনহন করে এসে বললেন, ‘এখানে বাইরের পেন অ্যালাও নেই’। ‘তো লিখব কি দিয়ে’? ‘ঐ কাউন্টার থেকে দশ টাকা দিয়ে পেন নিয়ে আসুন’। অগত্যা দশ টাকা খসিয়ে কাউন্টার থেকে পেন এনে একটা বসার সোফা দেখতে পেয়ে বসলাম। আর অমনি টি টি করে আওয়াজ শুরু হয়ে গেল। আবারও নিরাপত্তারক্ষী দৌড়ে এসে বললো, ‘কার্ড সোয়াইপ করে বসেননি’?*
*আমি বললাম, ‘মানে’? ‘দেখুন সোফার হাতলে একটা সরু POS লাগানো আছে। ওখানে আপনার ডেবিট কার্ডটা সোয়াইপ করে তারপর বসুন’।*
*একটু ভড়কে গিয়ে সোফায় আর বসার চেষ্টা না করে দাড়িয়ে দাড়িয়েই ফর্মটা ভর্তি করে সোজা জমা দেওয়ার কাউন্টারে চলে গেলাম। ফর্মটা ও টাকাটা হাতে নিয়েই কর্মীটি বললেন, ‘আর কুড়ি টাকা দিন’। ‘আমি তো দু হাজারই জমা দেব’। ‘না ওটা কাউন্টিং চার্জ’। ‘আগে তো কখনও লাগেনি’? ‘নতুন নিয়ম হয়েছে নোটের পরিমাণ পাঁচের কম হলে কাউন্টিং চার্জ লাগবে’। নিরুপায় হয়ে কুড়ি টাকা দিয়ে কাউন্টার ছাড়লাম।*
*এত সব কাণ্ডে জল তেষ্টা পেল। কয়েক হাত দূরে রাখা ‘ড্রিঙ্কিং ওয়াটার’ এর জার এর দিকে এগোতেই চোখে পড়লো একটা নতুন বোর্ড, ‘Drop money, drink drops’। তার ঠিক নিচে লেখা '1 glass@10'। খুব তেষ্টা পেয়েছিল তাই দশ টাকার কয়েন ফেলে এক গ্লাস জল খেলাম। ভাবলাম, জলযোগে তো কড়ি লাগলো। দেখে আসি জল বিয়োগে লাগছে কিনা! এগোলাম টয়লেটের দিকে। দেখলাম, টয়লেটের গেটে বড় বড় করে লেখা, 'Pay ten, use then'. একটু একটু পেয়েছিল বটে। দশের গল্প শুনে মনে হল বাড়ি গিয়েই করে নেব। কিন্তু তখনি আরেকটা ম্যাসেজ এসে ঢুকলো Rs. 50 has been debited from your account for cross your limit of card transaction in a month.*
হেই সামালো ভাইয়ো
দেশ যে বড়ই দ্রুত এগোচ্ছে