22-01-2022, 04:04 PM
(22-01-2022, 03:46 PM)Bichitravirya Wrote: সকাল থেকে টিভি চালানো হয়নি তাই খবরটা জানতে পারিনি। এখন আপনার বলায় জানলাম। ইনি তো ইস্টবেঙ্গলের লোক। আমি আবার ঘটির সমর্থক। 2019-2022 এতো খারাপ যাচ্ছে যে বলার মত নয়। সেই মহিলা যে বারাক ওবামার প্রেসিডেন্ট হওয়ার ভবিষ্যৎ বাণী করেছিল সে এই 2022 টা সবথেকে ভয়ঙ্কর বছর বলে ভবিষ্যৎ বাণী করেছে
❤❤❤
সুভাষ ভৌমিক তার খেলোয়াড় জীবনে ইস্টবেঙ্গলের থেকে মোহনবাগানের হয়ে খেলেছেন বেশি। তবে খেলোয়াড় এবং কোচ হিসেবে সাফল্য ইস্টবেঙ্গলের হয়ে অনেক বেশি এসেছে তাঁর। ভারতবর্ষের একজন সফল অধিনায়ক ছিলেন .. ৫০ টার উপর আন্তর্জাতিক গোল আছে।
আর ভয়ঙ্কর বছরের কথা বলছো .. আমার এই মাত্র ৩৭ বছরের জীবনের মধ্যেই যত কিছু খারাপ, যত কিছু মর্মান্তিক এবং ভয়ঙ্কর ঘটনা ঘটার ঘটে গিয়েছে। আমার নিজের চলে যাওয়া ছাড়া আর খারাপ কিছু ঘটার নেই। তাই ওইসব ব্যাপারে আমি চাপমুক্ত।