22-01-2022, 03:22 PM
(This post was last modified: 22-01-2022, 03:23 PM by Bullavatar. Edited 1 time in total. Edited 1 time in total.)
'mod
[size=large Wrote:যুবরাজ কিছুক্ষন অপেক্ষা করার পরে দেখলেন অসম্ভব সুন্দর একজন পুরুষ বেড়িয়ে এলেন পাথরের আড়াল থেকে। প্রায় নগ্ন। লজ্জা স্থান টুকু ঢেকে বেড়িয়ে এলেন উনি। যুবরাজ উন্মুক্ত মুখে দেখছিলেন সামনের পুরুষ কে জিনি যুবরাজের আদর্শ। অসম্ভব তেজস্বী।বুদ্ধিমান দুটি চোখ। স্থূলকায় বিশালদেহী নন। কিন্তু শরীরের প্রতিটা পেশী যেন দৃশ্যমান। শক্ত না বরং নমনীয় পেশী সারা শরীর জুড়ে। লম্বা শক্তিশালী বাহুদ্বয় প্রায় হাঁটু অব্দি দীর্ঘ। রথে রাখা সাদা পোশাক পড়ে নিলেন। সাদা উত্তরীয় তে নিজেকে ঢাকলেন। মনে হচ্ছিল স্বয়ং নারায়ন নিজেকে প্রস্তুত করছেন। কি অসম্ভব ব্যক্তিত্ব। শ্মশানের পিছন দিকে গিয়ে সাথে একটি শ্বেত ধনুক ও একটি সুবিশাল তলোয়ার নিয়ে এলেন। নিজেকে সম্পূর্ণ প্রস্তুত করে যুবরাজ কে বললেন।[/size]
যুবরাজ রথ নিয়ে চলুন যুদ্ধ ক্ষেত্রে, আপনার পিতা মহারাজের রথ আমার চাই”
যুবরাজ বুঝতে পারছিলেন না কি বলবেন জিষ্ণুর কথার উত্তরে।চার শ্বেত অশ্ব দিয়ে টানা এই দ্রুতগামী রথ তো বেশ ভালো। এই রথ ছেড়ে কেন পিতা মহারাজের বৃদ্ধ অশ্ব দিয়ে টানা রথের প্রয়োজন পড়ল সেটা যুবরাজের মাথায় ঢুকছে না। জিষ্ণু বোধ করি যুবা যুবরাজের মনের কথন পড়তে পারলেন। সস্নেহে যুবরাজের মাথার হাত রেখে বললেন, আপনার রথ বেশ ভালো যুবরাজ তাতে কোন সন্দেহই নেই, কিন্তু আপনার রথের অশ্ব গুলি এখন কৈশোর আর যুবার সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এখনো যুদ্ধ দেখেই নি।সেই জায়গায় আপনার পিতা মহারাজের রথের ঘোড়া গুলি বেশ অভিজ্ঞ। আর তাছাড়া আপনার পিতা মহারাজের রথ তৈরী করেছেন স্বয়ং বালি, রথের দুটি চাকা আর সামনের অংশ খানি জোড়া আছে লোহার পাত দিয়ে। আমার এই ধনুক বসুন্ধরার গুনের প্রতিক্রিয়া আপনার কাঠের রথ সহ্য করতে পারবে না যেটা আপনার পিতা মহারাজের রথ পারবে। রথের পাটাতনের স্থিতিস্থাপকতার উপরে গুনের প্রতিক্রিয়া নীর্ভরশীল যুবরাজ ।
যুবরাজ মন্ত্র মুগ্ধের মতন শুনছিলেন জিষ্ণুর কথা গুলি। একটা যুদ্ধের এই খুঁটিনাটি ব্যাপার গুলো এতো গুরুত্ব পূর্ন হয় সেটা জানা ছিল না যুবরাজের।জিষ্ণু বলে চলল – আমি এখানেই অপেক্ষা করছি যুবরাজ, আপনি আপনার পিতা মহারাজের রথ এখানে নিয়ে আসুন, আমি বরং বসুন্ধরা কে তৈরী করি”
কিছু বলার মতন পরিস্থিতি তে ছিলেন না।কোন কথা না বলে রথের মুখ ঘুরিয়ে ব্যুহ তে ফিরে আসার জন্য চালিয়ে দিলেন রথ। মনে অতুল ঝড়। একে তো সামনে নিজের জীবনের আদর্শ জিষ্ণু। মহানতম বীর জিষ্ণুর যুদ্ধের প্রকৌশল জানতে থাকা, তাও জিষ্ণুর নিজের কাছ থেকে আর তার ই রথের সারথি হয়ে। আর যে ব্যাপার টা সব থেকে খটকা লাগছে তার, সেটা হল জিষ্ণুর বাম দিকের ঠোঁটের উপরে ছোট তিল, আর বুকের ঠিক মাঝে কালো উল্কি দিয়ে মহাশিবের ত্রিশূল আঁকা, ঠিক মৈথিলীর মতই।
উল্টো দিকে সার দিয়ে দাঁড়িয়ে থাকা মহাবীর গন যেন নিজের কান কেই বিশ্বাস করতে পারছিলেন না। এই ভয়ঙ্কর টঙ্কার শুধু ধনুক এর গুনেই হয় না , যে টঙ্কার দেয় তার শক্তির প্রদর্শন ও বটে।সকলেই কান চেপে রইলেন বেশ কিচ্ছুক্ষন। মেঘ গর্জনের সমতুল্য আওয়াজ যেন ক্রোধে গর্জাতে গর্জাতে মিলিয়ে গেল দূর পানে।জীমূতবাহন তাকিয়ে রইলেন আকাশের দিকে।নীল রঙের আকাশ ও যেন ভয়াল কিছুর আশঙ্কার ধোঁয়া বর্ন ধারন করেছে। ভাবতে না ভাবতে আবার ভরা বর্ষার ভয়ঙ্কর অশনিপাতের মতন দিগবিদিক কাঁপিয়ে আওয়াজ ভেসে এলো শত্রুপক্ষের দিক থেকে। ততক্ষনে বল্লভপুরের মহাসেনার ভিতরে শুরু হয়েছে চঞ্চলতা। এতদিন নিজেদের পক্ষ থেকেই ওরা দেখে এসেছে এই সব ব্যাপার। কিন্তু শত্রুপক্ষের বল বেশী জেনে বল্লভপুর যুদ্ধ করে নি। তাই এই ভয়ঙ্কর মৃত্যুর বার্তা নিয়ে আসা টংকারের আওয়াজ যেন যুদ্ধের শুরুতেই বল্লভপুরের মহাসেনা কে সাধারন সেনায় পরিনত করল।জীমূতবাহন দেখলেন বীরশ্রেষ্ঠ পরাঞ্জয় রথ নিয়ে এগিয়ে আসছেন তার ই দিকে। সামান্য হলেও বুকে বল ফিরে পেলেন জীমূতবাহন।
হে জীমূতবাহন আমি এই টঙ্কারের আওয়াজ চিনি”।
টংকারের আওয়াজ যে জীমূতবাহন চেনেন নি এমন না। কিন্তু মুখ ফুটে সামনের মানুষ গুলো কে কিছু বলতে পারছিলেন না উনি। এমন মৃত্যুর করাল ছায়া মধ্যে লুকিয়ে থাকা যুদ্ধের বার্তা জিষ্ণুর ধনুক বসুন্ধরা ছাড়া আর কার ই বা হবে।এদিকে পরাঞ্জয় বলে চলেছেন জীমূতবাহন কে,এ আমাদের জিষ্ণু ছাড়া আর কেউ নয়।
হ্যাঁ মহামতি,
এ আমাদের জিষ্ণু।ও ছাড়া যুদ্ধের আগেই এমন ভয়াল পরিস্থিতি কেই বা তৈরী করতে পারবে? যে পরাঞ্জয়, আমরা ব্যূহের ব্যস বড় করেছিলাম না? আপনি ফের ছোট করে ফেলুন। সংঘবদ্ধ করুন শক্তি কে”।
জীমূতবাহনের চিন্তিত মুখমন্ডল জানান দিচ্ছিল যে কত খানি চিন্তার ব্যাপার। জিষ্ণু শত্রু পক্ষে এটা জীমূতবাহন কল্পনাও করতে পারেন না। এতদিন একসাথে যুদ্ধ করেছেন ওরা। বিপক্ষ কে শেষ করতে সব থেকে কঠিন কর্ম দেওয়া থাকতো জিষ্ণু আর বালি কে। আর ওরা সেই কাজ টা অতি সহজেই সমাপ্ত করে ফেলত। যুদ্ধে জয় হতো অতি সহজেই। পরাঞ্জয়ের মনেও সহস্র মনের পাথর। কিন্তু উনি সমরবিদ। নিজের মন কে শান্ত করে জীমূতবাহন কে বললেনমহামতি আমি আগেই সেনা কে ব্যাস ছোট করার আদেশ দিয়ে দিয়েছি”।
জীমূতবাহন আর পরাঞ্জয়ের মধ্যেকার কথাবার্তা ইন্দ্রজিৎ শুনছিলেন। কিন্তু নিজের বাহুবলের উপরে ভরসা আছে তার। বালি কে ভয় পায় না সে।শারীরিক সক্ষমতা বালির সমতুল্য না হলেও এবং শস্ত্রে সে বালি কে ছাপিয়েই যায়।মুগুর দিয়ে লড়তে ইন্দ্রজিতের জুড়ি মেলা ভার। কিন্তু হ্যাঁ, জিষ্ণু কে ভয় পায় না এমন যোদ্ধা এই পৃথিবী তে নেই। জিষ্ণু শুধু শস্ত্র তেই নয়, যে কোন ব্যাপারেই জিষ্ণুর পারদর্শীতা অপরিসীম।
কিন্তু ইন্দ্রজিতের বহু দোষের মধ্যেও একটা গুন হলো, সে অসীম সাহসের অধিকারী। ও দেখলো ব্যূহের ব্যস ছোট হচ্ছে। সেটা দরকার ও। এক মহান সাম্রাজ্যের উত্তরাধিকারী হয়ে ও শত্রু কে সম্মান দিতে শিখেছে। ও বুঝেছে এখন ব্যস না ছোট করলে শত্রুপক্ষ অনায়াসে বল্লভপুর সৈন্য নিধন করবে। কপালে সহস্র চিন্তার বলিরেখা নিয়ে যুবরাজ ইন্দ্রজিৎ নিজের শস্ত্র সজ্জিত করতে শুরু করলেন।
যুবরাজ ইন্দ্রজিৎ বজ্র কঠিন কন্ঠে জীমূতবাহন কে বললেন
সেনাপতি, জিষ্ণুর উপযুক্ত প্রত্যুত্তর দিন…………
উঠুন যুবরাজ। নিজেকে রক্ষা করুন। ঢাল টা নিজের মাথার ওপরে চাপিয়ে নিন”। জিষ্ণুর কথা শেষ হল না, লক্ষ লক্ষ শর বল্লভপুরের সেনা বাহিনীর দিক থেকে আকাশে উঠে সূর্যকে ঢেকে দিল।লক্ষ শরের আওয়াজে মনে হতে লাগলো যেন বিনা বাতাসেই ঝড় বইছে চারিদিকে। অন্ধকার হয়ে গেল চারিদিক। কিছু মুহূর্ত পরেই সেই শর উপর থেকে ধেয়ে আসতে থাকল জিষ্ণু এবং যুবরাজের দিকে। জিষ্ণু ধনুক টা রেখে তলোয়ার নিয়ে মাটিতে নেমে পড়লেন। দুই পক্ষের সেনা দেখল কি ভয়ঙ্কর ক্ষিপ্রতায় তলোয়ার চালান যায়। দুই পক্ষের যুযুধান দুই শিবির ই দেখল একজন ঋজু দেহ ধারি যোদ্ধা ধেয়ে আসা সকল শর নিজের তলোয়ার দিয়ে ছিন্নবিচ্ছিন্ন করে দিল।
ইন্দ্রজিৎ তুমি হংস আর মহর্ষি পরাঞ্জয় কে নিয়ে চলে যাও অর্ধচন্দ্রের ভিতরে। সামনের যোদ্ধা কে, সেটা নিশ্চিত হয়ে গেছে”। জীমূত বাহনের কথায় ইন্দ্রজিৎ তাচ্ছিল্য ভরেই বললেন,
একা জিষ্ণুর জন্য এতো ভয়?
টঙ্কার এর আওয়াজে বোঝোনি? কি ভয়ঙ্কর রাগ থাকলে বসুন্ধরা ওই ভাবে গর্জায়? তলোয়ার চালান দেখে বুঝলে না, এই ভয়ঙ্কর খুনে মেজাজ ছাড়া ওই সহস্র শর কেটে ফেলা যায় না”?
জীমূত বাহনের কথা শুনতে পেল যুবরাজের পাশে দাঁড়িয়ে থাকা হংস। ভয়ঙ্কর অহঙ্কারে জর্জরিত হংস, জীমূতবাহনের কথা না শুনেই এগিয়ে গেল সামনের দিকে।
এগিয়ে যেতে থাকা হংস কে আটকালেন না জীমূতবাহন। যাক ও সামনে। পরাঞ্জয় কে নির্দেশ দিলেন জীমূত যে এখন যে সেনা আক্রমনে না যায়। এই সেনা জিষ্ণুর কাছে সামান্য মাত্র। আর সেনা চলে গেলে ইন্দ্রজিৎ একলা হয়ে যাবে। সবাই মিলেও যুবরাজ কে রক্ষা করা যাবে না। জীমূতবাহনের ভয় যে জিষ্ণু যখন এসেছে তখন বালি ও আছে। আর দুজনায় একসাথে থাকলে জয় পাওয়া অসম্ভব ব্যাপার। জীমূতবাহন একটু পিছিয়ে এসেই ইন্দ্রজিৎ কে সুরক্ষিত করলেন। আর হংস এগিয়ে গেল নিজের ভয়ঙ্কর আত্মবিশ্বাসে সামনের দিকে। এদিকে যুবরাজ বিজয় তখন ও ঢাল টা মাথা থেকে নামান নি। জিষ্ণু তাকিয়ে হেসে ফেলল। – যুবরাজ এবারে ঢাল টা সরান মাথা থেকে”। যুবরাজ ভয়ে ভয়ে তাকিয়ে ঢাল টা সরিয়ে নিয়ে দেখল, তার আদর্শ তার সামনেই দাঁড়িয়ে খোলা তলোয়ার হাতে নিয়ে। ঠিক তখন ই জিষ্ণু সামনে তাকিয়ে দেখল একটি একা রথ ধুলো উড়িয়ে এগিয়ে আসছে ওদের দিকে।
– উনি কে ? যুবরাজের প্রশ্নের উত্তর দিতে পারল না জিষ্ণু। একটা ক্রোধের দৃষ্টি তে চেয়ে রইল রথে ধুলো উড়িয়ে আসা মহারথীর দিকে। হংসের ধ্বজা চিনতে অসুবিধা হয় নি জিষ্ণুর। ধনুক টা রথ থেকে নামিয়ে একসাথে দুটো শর সন্ধান করল জিষ্ণু। ছিলার আওয়াজ টাই শুনতে পেলেন যুবরাজ বিজয় কিন্তু পলকেই সামনে এগিয়ে আসতে থাকা রথের ঘোরা দুটো, হ্রেষা ধ্বনি করে পরে গেল মাটিতে। সারথি রথের তলায় চাপা পরলেও আরোহী মাটিতে পরে গিয়েও উঠে দাঁড়িয়ে পড়ল পরক্ষনেই। রথের অস্ত্র শস্ত্র ছড়িয়ে ছিটিয়ে পরে গেছে মাটিতে। মুহূর্তেই পড়ে থেকে শস্ত্র থেকে ধনুক টা কুড়িয়ে নিয়ে শর যোজনা করার আগেই আর ও একবার ছিলার শব্দ শুনতে পেলেন যুবরাজ। দেখলেন সামনের বিশাল দেহি যোদ্ধার ধনুক টা দুই টুকরো হয়ে গিয়েছে হাতের মধ্যেই। যুবরাজ ভাবছিলেন ইনি কি সেই হংস যিনি মহারথী বালি কেও পরাস্ত করেছিলেন? বাস্তবিক ই বালি কে পরাস্ত করেছিল ধনুক যুদ্ধে হংস। পৃথিবীর মহানতম বীর এ দেড় মধ্যে একজন। আর সেই হেন বীর কে জিষ্ণু ধনুক তুলতেই দিলেন না?
“ আমি তোমাকে ছেড়ে এখান থেকে যেতে পারব না যুবরাজ, আমি মহারাজ কে কথা দিয়েছি তোমাকে সুস্থ অবস্থায় বল্লভপুরে ফিরিয়ে নিয়ে যাব”। কথাটা বেশ জোরের সাথেই বললেন জীমূতবাহন ইন্দ্রজিৎ কে। কিছুদুরে সমরাঙ্গনের মাঝে জিষ্ণুর হাতে হংসের অপদস্থ হওয়া আটকাতে , ইন্দ্রজিৎ মহাবীর জীমূতবাহন ছাড়া কাউকেই ভরসা করতে পারেন নি। তাই জীমূত বাহন কে বলেছিলেন হংসের সহায়তার জন্য এগিয়ে যেতে। আর যুবরাজের সেই আদেশের উত্তরেই জীমূতবাহনের যুবরাজ কে দেওয়া উত্তর উপরের উক্তি টি। জীমূতবাহনের উত্তরে খুশী হলেন না যুবরাজ ইন্দ্রজিৎ। উনি মহামতি পরাঞ্জয় কে খুঁজতে লাগ্লেন। জীমূতবাহন সেটা বুঝে শঙ্খে ফুঁৎকার দিতেই, বল্লভপুরের মহাসেনার মাঝ থেকে তেমন ই একটি শঙ্খের আওয়াজ ভেসে এল। নিশ্চিত হলেন জীমূতবাহন। পরক্ষনেই দেখলেন নিজের রথে চেপে সশস্ত্র হয়ে মহামতি পরাঞ্জয় এগিয়ে যাচ্ছেন মাঝখানে হংসের সয়াহতার জন্য। জীমূতবাহন জানেন যুদ্ধ এখন ই শুরু করা যাবে না। অনেক নিরীহ সৈন্যের মৃত্যু নেমে আসবে। জিষ্ণু যখন আছে তখন বালি ও আছে। জিষ্ণু ভয়ঙ্করতম যোদ্ধা হলেও নিরীহ সৈন্য বধ করতে উৎসাহী নয়। কিন্তু বালি? ক্রুদ্ধ বালি আর শত শত মদমত্ত হস্তী এক ই ব্যাপার। সামনের শত্রু পক্ষের বিভেদ টুকু ও করতে জানে না বালি। কাকে হত্যা করবে আর কাকে হত্যা করবে না এই বোধ টাই বালির নেই। সামনে থাকা হাতিও প্রান হারাবে আর ছোট্ট পিপীলিকার ও এক ই দশা হবে। সেই জন্য যুদ্ধ কে যত টা সম্ভব এড়িয়ে যাবার প্রয়াস দুই বৃদ্ধ মিলে করতে চাইছেন।
এদিকে সমরাঙ্গনের মাঝে সারথির বেশে থাকা উল্লম যুবরাজ দেখছিলেন, দুই মহাবীরের দ্বৈত সমর। ধনুক আর অসি নষ্ট হয়ে যাওয়া হংস কে লক্ষ্য করে, ধনুকে শর যোজনা করে আকর্ণ ছিলা টেনে ধরলেন জিষ্ণু। যুবরাজ দেখলেন এক ভয়ঙ্কর খুনে চোখ জিষ্ণুর। যেন পুরিয়ে ফেলবে সামনের শত্রু কে। ঠিক তখন ই রথের ঘর্ঘর ধ্বনি তে সামনে তাকিয়ে দেখলেন বিশাল দেহি এক ব্রাহ্মন রথে চড়ে এগিয়ে আসছেন। খোলা গায়ে সাদা উপবীত ধুলো মিশ্রিত বায়ুমণ্ডলেও দৃশ্যমান। জিষ্ণু রথের আওয়াজ পেতেই চোখের পলক ফেলার আগেই একসাথে দুইটি শর যোজনা করে ফেলেছিল। কিন্তু রথে চড়ে থাকা মানুষ টি কে দেখেই যেন চোখের আগুন নিভে গেল মুহূর্তেই। ততক্ষনে রথারোহী সামনে এসে গেছেন। বেশ উচ্চস্বরে জিষ্ণু কে লক্ষ্য করেই বললেন উনি
– সামান্য একজন অতিরথ কে হত্যা করে কি হবে বীর”। কথা টি জিষ্ণুর থেকেও বিঁধল বেশী হংস কে। মাথা নিচু করে হংস বসে রইল রণাঙ্গনের লাল মাটিতে। ঠোঁটে এক চিলতে হাসি খেলে গেল জিষ্ণুর। আর ধৃষ্টতা না করে ধনুকে যোজিত শর দুটি পুনরায় স্থান পেল তূণীর এ। ধনুক নামিয়ে করজোড়ে দাঁড়িয়ে জিষ্ণু বলে উঠল-
– প্রনাম গুরুদেব। সত্যই যে দেশে মহাবীর হংস একজন অতিরথ মাত্র সেই দেশের বাকি বীর দেড় সাথে যুদ্ধ করা ভাগ্যের ব্যাপার”। কি যে খুশী হলেন পরাঞ্জয় সেটা বলার নয়। ইচ্ছে করছিল প্রিয়তম ছাত্রের শিষ চুম্বন করতে প্রান ভরে। আঘ্রান নিতে মাথার। কিন্তু এটা ওনার পাঠশালা নয়। সমরাঙ্গন। আর ব্রাহ্মন হয়েও তিনি পরশুরাম তুল্য মহাবীর।
– এখানে আমি তোমার গুরু নই শিষ্য শ্রেষ্ঠ। এখানে আমি তোমার প্রতিপক্ষ মাত্র।
– আপনার মতন প্রতিপক্ষ কখনই “মাত্র” হতে পারে না গুরুদেব। কিন্তু ভেবে দেখুন আজকে আমাদের যুদ্ধে শুধু কি আপনি ই যুদ্ধ করবেন না? যেই পক্ষই হারুক , হারবেন তো শুধু আপনি।
– হা হা হা হা, মহাবীর তোমাকে তো আমি কথার যুদ্ধ করতে শেখাই নি, তোমাকে আমি অসি, ধনুক যুদ্ধে বীর বানিয়েছিলাম। কথার যুদ্ধ নিশ্চয়ই তুমি তোমার প্রাণপ্রিয় মহাসখার কাছে শিখেছ”। কথার মধ্যে যে শ্লেষ ছিল সেটা জিষ্ণু গায়ে মাখল না। সামান্য এক দুর্মতি যুবরাজের খেয়ালের আদেশ পালন করতে আসা, নিজের গুরুর সাথে যুদ্ধ টলানোর মতন কথার বান ওর কাছে মজুদ আছে।
– গুরুদেব আজকে এই সমরাঙ্গনে আমি যাই করছি সেটা আপনার ই আশীর্বাদ। শুধু শস্ত্র নয়, শাস্ত্র জ্ঞান ও আপনি ই আমাকে দিয়েছেন। আর সেই জ্ঞান থেকেই বলতে পারি, আপনি ই শিখিয়েছিলেন, অহং, লোভ আর পরশ্রীকাতরতা এই তিনটে অবগুন মানুষ কে মানব থেকে দানব বানায়। আমি কিন্তু নিজের অপমান সয়েছি, নিজেকে রাজপুত্র থেকে দাস বানিয়েছি, কিন্তু এখন ও মানুষ ই আছি, দানব হই নি।আর আপনি যদি হলপ করে বলতে পারেন এখানে প্রতিপক্ষের বেশে উপস্থিত মানুষ গুলো মানুষ নেই আর ,দানবে পরিনত হয়েছে, তাহলে আমার গুরুদেবের দিব্যি আজকে আমার গুরুদেবের আদেশে বসুন্ধরার বানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে প্রত্যেকের শরীর। গুরুদেবের আদেশে জিষ্ণু অস্ত্র ধরে শুধু মাত্র সত্য কেই প্রতিষ্ঠা করতে। কোন অন্ধ শক্তির খেলায় মেতে নিজের বল প্রদর্শন করতে নয়। আর মহাসখার কথা যদি বলবেন তবে যতদূর আমি জানি আপনিও মহাসখা কে কম ভালবাসেন না”।
পরাঞ্জয়ের প্রান যেন জুড়িয়ে গেল। ইচ্ছে করছিল সামনের দেবতুল্য বীর টি কে নিজের কোলে নিয়ে সহস্র চুম্বনে মস্তক ভরিয়ে দিতে। নিজের গর্ব হচ্ছিল আজকে যে সে জিষ্ণুর গুরু। শাস্ত্র বিদ্যায় এই পরাজয় আজকে পরাঞ্জয় কে মোহিত করে দিল যেন। উনি অপলকেই দেখতে থাকলেন সন্তানের থেকেও প্রিয় নিজের ছাত্র কে। এদিকে জিষ্ণু বলেই চলে–
– এবারে আপনি অনুমতি দিলে আমার নিজের দুই হাত কে আপনার পায়ে ছুঁইয়ে পুণ্য অর্জন করতে চাই। অনেক দিন হয়ে গেছে গুরুদেব , চরন স্পর্শের অনুমতি দিন”। মহাবীর পরাঞ্জয়ের চোখে জল। উনি রথ থেকে নেমে সামনে এগিয়ে চললেন। এ যেন পর্বতের এগিয়ে যাওয়া মহম্মদের দিকে। দুই পক্ষই তৃষ্ণার্ত, যুদ্ধের জন্য নয়। একে অপরের সান্নিধ্যের জন্য। জিষ্ণু পা ছুঁয়ে প্রনাম করতেই পরাঞ্জয় সজোরে বুকে টেনে নিলেন জিষ্ণু কে। চোখের জল যেন বাঁধ ভাঙ্গা পরাঞ্জয়ের। জিষ্ণু কে বুকে নিয়ে মাথায় চুমু যেন থামতেই চায় না বৃদ্ধ পরাঞ্জয়ের। উল্লম যুবরাজ অবাক হয়ে অশ্রু সজল চোখে অবলোকন করতে থাকল এই গুরু শিশ্যের মিলন।
– “তবে আজকে সমাপ্ত হোক এই যুদ্ধ হংসের পরাজয় দিয়ে”
– আপনার আদেশ শিরোধার্য গুরুদেব, দয়া করে বল্লভপুরের মহাসেনা কে নিয়ে আপনি ফিরে যান।
– বেশ তবে তাই হোক। আর তুমি কি চাও আমার কাছে জিষ্ণু?
– আপনার তো আমাকে অদেয় কিছুই নেই গুরুদেব, আর যদি দিতেই চান তবে আমাকে চিরকাল এমন ই অজেয় থাকার আশীর্বাদ দিন আর সত্য থেকে বিমুখ না হবার বিশেষ জ্ঞান আর আশীর্বাদ দিন………আর একটি অনুরোধ গুরুদেব, এই সারথির বেশে থাকা যুবা টি আমার বিশেষ প্রিয়। একে ও আপনি আপনার অমৃত সমান আশীর্বাদ দিন দয়া করে”। জিষ্ণুর কথা শুনে উল্লম যুবরাজ বিজয় যেন খেই হারিয়ে ফেললেন। জিষ্ণুর প্রিয় শুনে নিজেকে সত্যি যেন স্থির রাখতে পারলেন না যুবরাজ। রথ থেকে নেমে প্রায় দৌড়ে গিয়েই মহাবীর পরাঞ্জয়ের পায়ে সাষ্টাঙ্গে প্রনামে রত হলেন উল্লম যুবরাজ………
– তোমার অনুরোধ আমার কাছে আমার সন্তানের আবদারের থেকেও অনেক বেশী জিষ্ণু। আমি আশীর্বাদ করছি, উল্লম যুবরাজ যেন প্রকৃত অর্থেই মহান বীর হন। তোমার মতই যেন সত্য কে প্রতিষ্ঠা করতেই ওর অসি ঝলসে ওঠে। আশীর্বাদ করি অনেক বড় গরিমার উত্তরাধিকারি হও।
বালির মুখ স্বভাবতই গম্ভীর। কারন যুদ্ধ হলই না। গত পাঁচ বৎসরের বঞ্চনার জবাব বালি আজ যুদ্ধ ক্ষেত্রেই দিত। বালি সকাল থেকেই ভেবে রেখেছিল আজকে ছারখার করে দেবে শত্রু কে। বল্লভপুরের মহাসেনার ওপরে বালির লোভ অনেকদিনের। অনেক বড় মহারথী কে পদাঘাতে বা মুগুরের আঘাতে হত্যা করে তৃপ্তি লাভ করবে এই ছিল মনের আশা। কিন্তু জিষ্ণুর হংস কে অপদস্থ করে দেওয়া আর পরাঞ্জয় এর যুদ্ধ শেষ ঘোষণা ব্যাপার টা মনঃপূত হয় নি বালির একদম। কোথায় বালি সব ভেঙ্গে চুরে তছনছ করে ফেলবে সেটা না, যুদ্ধ টাই গেল বন্ধ হয়ে। সেই জন্য একটু দুঃখেই চুপ করে বসে আছে বালি।ভিতরের ক্রোধ নয়নের উন্মত্তায় তীব্র ভাবে প্রকাশিত হচ্ছে বালির। মাথা নিচু করেই বসে ছিল বালি। পাকশালার পিছনের দিকে বয়ে চলা ছোট্ট উল্লম নদীর শাখা, তিতির ধারে বসে রাগ প্রশমিত করছিল বালি। সায়াহ্নের এই আলো আঁধার এ ক্রুদ্ধ বালির রক্ত চক্ষু ঢাকা পরে গেলেও বালির প্রশ্বাস বুঝিয়ে দিচ্ছিল সে স্বাভাবিক হতে পারে নি। এদিকে সায়াহ্নের গড়িয়ে যাওয়া আঁধারের সাথে পাল্লা দিয়ে, অদুরেই রাজ প্রাসাদে এক এক করে জ্বলে উঠছিল প্রদীপ।
রাজ্যে যেন খুশীর হাওয়া। বাতাসের মেটে রক্ত মাখা গন্ধ টা কেটে গিয়ে যেন পুষ্পের সুবাস চতুর্দিকে। বোধকরি সব পুষ্প এক সন্ধ্যে তেই নিজেদের উজার করে দিয়েছে। বড় চাঁদ আকাশের গায়ে বেশ উজ্জ্বল এক খানা চাদর বিছিয়ে শান্তি তে বিরাজ করছে। রাজপ্রাসাদের অদুরেই হীরা পাহাড়ের মুন্ডিত মস্তক থেকে চাঁদের আলো ঠিকরে এসে রাজপ্রাসাদকেই পুনরালোকিত করছে। মহারাজ বসে আছেন নিজের কক্ষের সামনে, হীরা পাহাড়ের অপরূপ দৃশ্য অবলোকন করছেন। সাথে বসে আছেন ভানুপ্রতাপ।ভানুপ্রতাপ মহারাজের সাথে শলা পরামর্শে রত।আজকের যুদ্ধে কোন এক মহান বীর উল্লম রাজ্য কে রক্তক্ষয়ী যুদ্ধ থেকে বাঁচিয়ে দিয়েছেন। শুধু এই দুজন নয়, এই খানে উপস্থিত রয়েছেন, মহামন্ত্রী, সেনাপতি সকলেই সেই চর্চায় মগ্ন, যে কি ভাবে উপর থেকে ধেয়ে আসা সহস্র বান অসির আঘাতে কেটে টুকরো টুকরো করে ফেলা যায়! কি ভয়ঙ্কর ভাবে গর্জাতে গর্জাতে ধনুকের বান বিসর্জন হচ্ছিল।
বাইরের রূপোলী আলোর দিকে তাকিয়ে ছিল মৈথিলী। ছোট যুবরাজ ঘুমিয়ে পড়েছে।যুবরাজ এর গায়ে লাল চাদর টা ঢাকা দিয়ে বেরিয়ে এলো মৈথিলী। দ্বিতীয় প্রহর শুরু হয়েছে। রাজপ্রাসাদের বিশাল বারান্দায় দাঁড়িয়ে মৈথিলী উদ্যানের দৃশ্য অবলোকন করছিল। চাঁদের মিষ্টি শীতল আলোয় পাখির দল বেশ খেলায় মেতেছে। পাখিদের কিচিরমিচির শব্দ উপর থেকেও পাচ্ছে মৈথিলী।শীতল সুবাসিত হাওয়া চারিদিকে খেলে বেড়াচ্ছে। মাঝে মাঝে বেশ অসংলগ্ন বাতাস। মৈথিলীর কেশ বিন্যাস আগোছালো হয়ে পড়ছে প্রায় ই। নিজের অলক কানের পিছনে বার বার গুঁজে দিতে হচ্ছে মৈথিলী কে, সামনের কেশরাশি বারংবার উদ্যানের দৃশ্য কে ঢেকে দেবার কারনে। ঠিক সামনের বৃক্ষে, বসে থাকা দুটি সাদা পাখি, চাঁদের আলোয় একে অপরের সাথে গায়ে গা ঘেঁসে বসে আছে। মাঝে মাঝেই একে অপরের চঞ্চু অন্যের পালকের মধ্যে ঢুকিয়ে শীতল চাঁদনী রাতে প্রেমের ওম এঁকে দিচ্ছে নিজের নারী বা পুরুষের শরীরে। একটা দমকা শীতল বাতাস যেন সহসা মৈথিলীর শরীরে ঢুকে পড়ে জানান দিলো, মৈথিলী ও ওমের জন্য তৃষ্ণার্তা।
বাইরের দৃশ্য যুবরাজের গোচরে আনবার জন্য,যুবরাজের কক্ষে যাবার জন্য সহসা ঘুরতেই মৈথিলী ধাক্কা খেল যুবরাজের নির্লোম বক্ষে। শীতল রাতে অমন ধাক্কা মনে হয় প্রেমিক প্রেমিকাদের অভিপ্রেত থাকে। তাই ধাক্কার সুফলস্বরূপ, মৈথিলী কে বেশ কাছেই টেনে নিয়েছেন যুবরাজ। মৈথিলী ও যেন রাজকুমারের বিশাল শরীরের ওম নিচ্ছে পোষা বিড়ালের মতন। কখন এত শান্তি কি মৈথিলী পেয়েছে? জীবনের শুরু থেকেই যে কষ্ট সহ্য করতে হয়েছে তাকে, তাতে আজকের এই আনন্দ মৈথিলীর অতীতের সব দুর্দশা কে ভাসিয়ে সাগর পার করল বোধকরি।
মৈথিলী সেই কথাই ভেবে চলেছে।এদিকে যুবরাজ নিজের শক্ত বাহু তে মৈথিলী কে নিজের বক্ষলগ্না করে নিয়ে এসেছেন নিজের কক্ষেও। মৈথিলী নিজেকে যুবরাজের বাহু বন্ধনে আবিষ্কার করল পুনরায়। যুবরাজ মৈথিলীর সুন্দর কেশ খুলে দিতেই সেটা যুবরাজের সামনে খুলে ছড়িয়ে গেল। হাতে করে কেশরাজি নিয়ে যুবরাজ সুঘ্রাণ নিলেন দীর্ঘক্ষণ।মিলনের প্রথম ধাপেই আছেন যুবরাজ। মৈথিলীর নারী শরীর টা উদ্বেলিত হল ভাল রকম। হয়ত বা মৈথিলী নিশ্চিত যে আজকে যুবরাজ মিলন করবেন ই। যুবরাজ একবার শয্যা থেকে উঠে বাইরে বেড়িয়ে প্রহরী দের নির্দেশ দিলেন যে এখন কেউ যেন তাকে কোনরকম ভাবে না বিরক্ত করে। শয্যার কাছের প্রদীপ গুলি কে নিভিয়ে দিলেন যুবরাজ।আলোআঁধারি তে মৈথিলী কে যেন ষোড়শ বর্ষীয়া মনে হচ্ছে যুবরাজের। নিজের গায়ের উত্তরীয় উত্তরীয় খুলে অনাবৃত লোম হীন ধবল শরীরে উঠে এলেন শয্যা তে। খোলা কেশে অর্ধ শায়িত লজ্জায় প্রায় বিলীন হয়ে যাওয়া মৈথিলীর শরীর কে পিছন থেকে জড়িয়ে ধরলেন যুবরাজ। মাখনের মতন নরম পিঠ থেকে মৈথিলীর পোশাক নামিয়ে দিতেই স্তন ঢাকার কাঁচুলি ছাড়া ঊর্ধ্বাঙ্গে কিছুই রইল না মৈথিলীর। মৈথিলী কে নিজের বাহু মধ্যে নিয়ে অধর রস পানে মগ্ন হলেন যুবরাজ। মৈথিলীর খোলা নাভি নিজের পুরুষালী হাত দিয়ে বারংবার মর্দন করতে শুরু করলেন যুবরাজ। এই মিলন তার প্রথম মিলন। নিজের উত্থিত পুরুষাঙ্গ কে নিয়ন্ত্রনে রাখতেই পারছেন না উনি। চুম্বনে রত থাকতে থাকতেই যুবরাজ মৈথিলীর পিঠে হাত নিয়ে গিয়ে কাঁচুলির গিঁট টা খোলার চেষ্টা করতে থাকলেন। কিন্তু অনভ্যাসের ফলে খুলতেই পারছিলেন না। এদিকে কামাবেগ এতই ভয়ঙ্কর আকার ধারন করছিল যুবরাজের, যে ওনার পক্ষে মৈথিলীর স্তন সুধা পান না করে থাকা সম্ভবপর হচ্ছিল না। শক্তিশালী যুবরাজ এক হাতেই ছিঁড়ে দিলেন মৈথিলীর কাঁচুলি। বক্ষের উপর থেকে কাঁচুলি টা সরিয়ে দিতেই আলোআঁধারি তে মৈথিলীর সুঢৌল, গোলাকার, বৃহৎ, প্রায় ব্রিন্ত হীন মাখনের মতন স্তন যুবরাজের নজরে এল। মৈথিলী যেন মিশেই গেল হায়া তে। চোখ বুজে ফেলল অসীম লজ্জায়। তাম্র বর্ণের ঊর্ধ্বাঙ্গ অনাবৃতা মৈথিলীর রূপ স্বল্প আলোতে দেখে যুবরাজ নিজেকে স্থির রাখতে পারলেন না। কামদেব যেন স্বয়ং ভর করলেন যুবরাজের ভীতরে। মৈথিলীর স্তন শক্তিশালী হাতে মর্দন করতে করতে মুখ দিলেন স্বল্প জেগে ওঠা নরম স্তন বৃন্তে। মুখে ভীতরে যেন খুঁজেই পেলেন না যুবরাজ মৈথিলীর স্তন বৃন্ত। স্তন চোষণে রত যুবরাজ ফের অনভ্যস্ত হাতে ছিঁড়ে দিলেন মৈথিলীর নিম্নাঙ্গের পোষাক। পা দিয়ে নামিয়ে দিলেন খুলে যাওয়া ঘাগরা মৈথিলীর কোমরের নীচের থেকে। আর যেন তর সইছে না যুবরাজের। মৈথিলী কাম ক্রীড়া আগে না করলেও জানে যুবরাজ বড্ড তাড়াতাড়ি করে ফেলছেন। কিন্তু ও কিছু বলে না। জীবনের প্রথম মিলনের আস্বাদ ও প্রাকৃতিক এবং স্বাভাবিক ভাবেই নিতে চায় ভালবাসার মানুষ টির সাথে। যুবরাজ যেন নিজের নারীটিকে ভোগ করতে চান নিজের মতন করেই। নিজেকে সম্পূর্ণ অনাবৃত করে ফেললেন যুবরাজ। যুবরাজ হবার সুবাদে ওনার প্রায় সকল নারিতেই অধিকার ছিল অন্তঃপুরের। কখনও ভাবেন নি সঙ্গম করবেন না এমন ও নয়। তাই উলঙ্গ হতে ওনার লজ্জা করে নি। বরং গর্বের সাথেই উলঙ্গ করলেন নিজেকে নিজের নারীর সামনে। মৈথিলী লজ্জায় অর্ধনিমীলিত চোখে দেখল যুবরাজের বলিষ্ঠ এবং দীর্ঘ শিশ্ন। নিজেকে মেলে ধরে ঢেকে দিলেন মৈথিলী কে নিজের সুবিশাল শরীরের নীচে। কামে পাগল যুবরাজের কোন ধারনাই ছিল না প্রথম মিলনে আসা নারীর কি পরিমান ব্যাথা হতে পারে অত বড় শিশ্ন এক ধাক্কায় যোনি গহ্বরে প্রবেশ করালে। উনি কামাবেগে পাগল হয়ে সব ভুলে গিয়ে মৈথিলীর জঙ্ঘা চীরে প্রবেশ করালেন পাগল হয়ে যাওয়া নিজের বৃহৎ শিশ্ন। ছটফট করে উঠল মৈথিলী। যুবরাজ মৈথিলী যে যেন নাগপাশে আবদ্ধ করে ফেলেছেন। আর মৈথিলী রমন ব্যাথায় জর্জরিত হয়ে এক চোখ জল নিয়ে যুবরাজ কে নিজের কোমল হাতে জড়িয়ে ধরে , যুবরাজের বিশাল পুরুষাঙ্গ কে স্বাগত জানাল আপন জরায়ু তে। যুবরাজ যেন ভাবতেই পারছেন না যে কি সুখে উনি আছেন। মনে হচ্ছে খুব ছোট্ট নরম আর জ্বলন্ত কোন আগ্নেয়গিরির ভীতরে নিজের শিশ্ন প্রবেশ করিয়েছেন। পুরো লিঙ্গ প্রবেশ করেনি তাই নিজের বিশাল দেহের নীচে বাহুপাশে আবদ্ধা মৈথিলীর সালংকারা কোমল দুটি হাত কে মৈথিলীর মাথার উপরে ছড়িয়ে থাকা ঘন রক্তিম কেশের উপরে নিজের হাতে শক্ত করে ধরে বলপূর্বক প্রবেশ করালেন পুরোটাই। সল্প আলোতে যুবরাজ দেখতেই পেলেন না মৈথিলীর আয়ত সুন্দরী চোখ দুটো জলে পরিপূর্ণ………………………………
----------------------x---------------------x---------------------x---------------------x--------------------
----------------------x---------------------x---------------------x---------------------x--------------------