22-01-2022, 01:12 AM
আমি এই সাইটের একজন সাইলেন্ট রিডার। আমি নিজে বিবাহিত এবং এক সন্তানের মা, তাই এখানে কোনো পোস্টেই আমি কমেন্ট করি না, এমনকি আমি এতদিন রেজিস্টার্ড ও ছিলাম না। আপনার এই লেখাটি আমাকে এতটাই অভিভূত করেছে যে আমি কমেন্ট না করে থাকতে পারলাম না। আপনার লেখনী অতীব সাবলীল, আর যেভাবে আপনি চরিত্রগুলো ফুটিয়ে তুলেছেন, তাদের সম্পর্ক, চিন্তাভাবনা, মানসিক টানাপোড়েন, তা এক কথায় অতুলনীয়।
আমি অনেক গল্প, উপন্যাস পড়ি, কিন্তু এটা কেন আমাকে এতটা বিহ্ববল করেছে জানি না। হয়তো আপনি মাসি আর বোনপোর একটা জটিল সম্পর্ক এরকম ভাবে তুলে ধরেছেন, তাই। প্রথমে আপনি যখন অর্জুনকে ইন্ট্রোডিউস করলেন, আমি ভাবলাম এ তো আমার জীবনের গল্প লিখছেন। কিন্তু আপনার গল্পটি লার্জার দ্যান লাইফ। অসাধারণ বুনোট আর সমাপ্তি। আমি শুধু আশাই করতে পারি আমার জীবন ও যদি এরকম ই হতো, মরেও শান্তি পেতাম অন্তত।
যাই হোক এতো সুন্দর একটা লেখা উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনার আরো লেখা পড়ার আশায় রইলাম।
আমি অনেক গল্প, উপন্যাস পড়ি, কিন্তু এটা কেন আমাকে এতটা বিহ্ববল করেছে জানি না। হয়তো আপনি মাসি আর বোনপোর একটা জটিল সম্পর্ক এরকম ভাবে তুলে ধরেছেন, তাই। প্রথমে আপনি যখন অর্জুনকে ইন্ট্রোডিউস করলেন, আমি ভাবলাম এ তো আমার জীবনের গল্প লিখছেন। কিন্তু আপনার গল্পটি লার্জার দ্যান লাইফ। অসাধারণ বুনোট আর সমাপ্তি। আমি শুধু আশাই করতে পারি আমার জীবন ও যদি এরকম ই হতো, মরেও শান্তি পেতাম অন্তত।
যাই হোক এতো সুন্দর একটা লেখা উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনার আরো লেখা পড়ার আশায় রইলাম।