19-01-2022, 12:00 PM
(17-01-2022, 11:26 AM)Baban Wrote:জবাব- বাবান
হাত বাড়িয়ে পথিক। একটু জীবন বাকি তার। আরেকটু ধার করতে চায় সে নীলাভ রশ্মির কাছ থেকে। একটা প্রশ্নের জবাব চাই তার। উত্তর জানা যে বাকি রয়ে গেছে। কি পেলো সেই মানুষটা দুঃখ দিয়ে তাকে? কি সুখ পেলো সেই মানুষটা বিষাক্ত তরল গিলিয়ে? কি সুখ পেলো মানুষটা এতো ভালোবাসাকে অপমান করে? নতুন শরীরী চাহিদা? নতুন আকর্ষণ? নতুন শক্তির সামনে মাথা নত করে অতীত মুছে কি সুখ পেলো সেই মানুষটা? ভুলে গেলো এই প্রানশক্তি তাকেও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে গিয়েছিলো আর আজ সেই পথিককেই মাঝ রাস্তায় বিদায় জানিয়ে নতুন বাহনে উঠে হাত নেড়ে বিদায় জানিয়ে চলে গেলো। পড়ে রইলো পথিক... একটু জীবন ধার চাই তার। উত্তর পাওয়া বাকি।
- বাবান
(18-01-2022, 01:13 PM)Baban Wrote: ইতি- বাবান
কিছু চিঠির টুকরো পড়ে আছে সামনে। আজ ছিঁড়ে ফেলেছি সবকটা। শেষ করে দিলাম শেষ স্মৃতি টুকু। তুমি আছো... কিন্তু নেই। গুলিয়ে গেলো? তুমি আছো সারা পৃথিবীর জন্য... নেই আমার চোখে। তোমার ওই হাসিমাখা মুখ সবাই দেখুক, আমি জানি হাসির পেছনের কান্নাকে। সবাই জানুক মুখোশ পড়া নায়িকাকে যে ভালো অভিনয় জানে, আমি চিনি অনামী সেই গায়িকা যে যার মধুর কণ্ঠ যেন অমর হয়েছে থাকবে আমার কাছে। মিশে যাও তুমি খ্যাতির ভিড়ে.... আমি ওই দলে নাম লেখাতে চাইনা। সব আসুক ঝুলিতে তোমার আমি আর মাঝে বাঁধা হবোনা। শুধু যেন এক পাগল ফ্যান ছিল যে চিনতো তোমায়.... ইতি..... না এটাও ছিঁড়ে ফেলি।
- বাবান
দুটোই মর্মস্পর্শী লেখা .. জয় হোক আপনার