19-01-2022, 12:10 AM
(18-01-2022, 07:47 PM)nandanadasnandana Wrote: ধুর পাগল, মনে করব কেন? আপনি যে গল্প টা পড়েছেন , একাত্ম হয়েছেন এটাই অনেক আমার কাছে। কেন করলাম বলতে গেলে আবার একটা গল্প হয়ে যাবে। আপনাদের উপরেই ছাড়া আছে এর উত্তর। অনেক কিছুই হতো, বা আমিও এর একশ টা সমাপ্তি লিখতে পারি। হ্যাপি এন্ডিং। কিন্তু তাতে কি পূর্নতা পেত সম্পর্ক টা। একটা মিলন ই গল্পের সব সম্পূর্নতা দেয়? আমি ডিফেন্ড করছি না। কাকেই বা করব? আমি তো কথক মাত্র। সব পূর্নতা আর ব্যর্থতার মাঝে অনেক লার্নিং থাকে। পূর্নতা ও একটা জার্নি, আর ব্যর্থতাও একটা জার্নি। ফারাক শুধু ক্লান্তির। সফলতায়, পূর্নতায় ক্লান্তি টা আমাদের গায়ে লাগে না। কিন্তু ব্যর্থতায় ক্লান্তি টা মালুম হয়। কিন্তু দুটো জার্নির মাঝে অনেক লার্নিং থাকে। প্রাপ্তি সেটাই আমাদের। আমি নিজেও অনেক কেঁদেছি। অনেক অনেক। কেঁদে সর্দি হয়ে গেছিল।thanks a lot for reply......
আপনি কোন ভাবেই আমাকে অফেন্ড করেন নি।
আর আমার ও কোন স্টাইল নেই। সোজা সাপটা আঁকাই একদিন দেখলাম আমার স্টাইল হয়ে গেছে। সোজা সাপটা কথা আমি মন্দ বাসি না। ভালো থাকুন। কস্ট পাবেন না আর। নতুন বউ। অনেক অনেক আনন্দ দিন তাকে। আঁকড়ে থাকুন সব সময়ে। সত্যি বলছি এটা বউ দের ভালো লাগে।