18-01-2022, 08:51 PM
(18-01-2022, 07:55 PM)nandanadasnandana Wrote: তুমি একেবারে বাচ্চা ছেলে একটা। এমনি কেউ করে? এটা তো গল্প। দিদি হিসাবে, নিজের ই বাজে লাগছে তোমার জন্য। সারাদিন আমার ও ভালো লাগছিল না। যেদিনে সর্দি করেছিল, সেদিনে এর শেষ পার্ট টা লিখেছিলাম। কেঁদে সর্দি হয়ে গেল। আর এটা আমার হয়। আমি বেশি কাঁদলেই সর্দি হয়ে যায়। যাই হোক, যা বলছিলাম। আমার বর ও আমাকে যথেষ্ট বকাঝকা করেছে এই ব্যাপার টা নিয়ে। আমার বরের কথা ছাড়ো। সেও তোমাদের মতই ফুটছে সব সময়ে। সব সময়ে একটা দেখে নেব ভাব। ভগবানের কাছে প্রার্থনা কোর , সত্যি যদি কোন দিন কোন বই এর সৌজন্যে, সবার সামনে আমি দাঁড়াতে পারি। আজকে তোমাদের সব গালি, সব কিছু মাথা পেতে নিচ্ছি।
বই , মানে উপন্যাস ছাপার জন্য কি করতে হয় জানা নেই ... মিস্ত্রি মানুষ আমি ... তবে ওই কয়েকটা প্যারাগ্রাফ একটু এডিট করে দিলে এই গল্পটা নিঃসন্দেহে মেইনস্ট্রিম সাহিত্যে একটা জায়গা করে খুব জনপ্রিয় হতে পারে ..
আমার ব্যক্তিগত মতামত , জানিনা বাকিরা কি বলবে ..
পিনুদাকেও এই জিনিসটা আগে অনেকবার বলেছিলাম ... পাত্তা দেয়নি ... প্রচন্ড খামখেয়ালি একটা মানুষ , রাগতে চাইলেও সত্যি সত্যি রেগে উঠতে পারিনা ... বলেছে তো আবার এখানে ফিরে আসবে ... লিখবে ... কে জানে