18-01-2022, 08:37 PM
(18-01-2022, 07:59 PM)nandanadasnandana Wrote: বাবান , অনেক অনেক ধন্যবাদ। যাক তুমি প্রথম যে আমার উপরে অভিমান করল না। কি করব বলো? আমি তো নিয়তি, আর পরিনতির কাছে অসহায়।
তুমি করে বললেন দেখে সত্যিই ভালো লাগলো ❤ আমিও আর ম্যাম বলছিনা... দিদি বলছি। জানিনা কত পার্থক্য বয়সে.. জানতেও চাইনা... তবু এই দিদি নামটায় একটা জাদু আছে।
আমি রাগ করিনি কারণ হয়তো আমিও লেখালিখি করি বলে... তাই হয়তো আমারও মানুসিকতা পাল্টে গেছে। কখন কোথায় কিভাবে কতটা সুখ দুঃখ দেখাবো সেটা একসময় আর লেখকের হাতে থাকেনা সেটা জেনে গেছি বলেই আর রাগ করিনি। তাইতো ওই ছোট্ট ছড়া....... আর ওই ছবি এই গল্পের জন্য।