18-01-2022, 08:21 PM
(18-01-2022, 07:55 PM)nandanadasnandana Wrote: তুমি একেবারে বাচ্চা ছেলে একটা। এমনি কেউ করে? এটা তো গল্প। দিদি হিসাবে, নিজের ই বাজে লাগছে তোমার জন্য। সারাদিন আমার ও ভালো লাগছিল না। যেদিনে সর্দি করেছিল, সেদিনে এর শেষ পার্ট টা লিখেছিলাম। কেঁদে সর্দি হয়ে গেল। আর এটা আমার হয়। আমি বেশি কাঁদলেই সর্দি হয়ে যায়। যাই হোক, যা বলছিলাম। আমার বর ও আমাকে যথেষ্ট বকাঝকা করেছে এই ব্যাপার টা নিয়ে। আমার বরের কথা ছাড়ো। সেও তোমাদের মতই ফুটছে সব সময়ে। সব সময়ে একটা দেখে নেব ভাব। ভগবানের কাছে প্রার্থনা কোর , সত্যি যদি কোন দিন কোন বই এর সৌজন্যে, সবার সামনে আমি দাঁড়াতে পারি। আজকে তোমাদের সব গালি, সব কিছু মাথা পেতে নিচ্ছি।
বলতে গেলে কত কিছু বলা যায় ... প্রায় কুড়ি বছর আগের দুটো বছর মনে পড়ে গেছিলো ... প্রত্যেকটা জিনিস ঘটনা এসব ,
না কেউ মরেনি , তুমি বা তোমার গল্পের উপরে কোনো রাগ আর নেই ... হয়তো নিজের ওপরে নিজের রাগটা আজ একটু বার করলাম তোমাকে উল্টোপাল্টা কিছু বলে ... কিছু মনে করোনা
এক ফালি রোদের অপেক্ষায় আছি !!
আর হ্যাঁ COLDARIN নিতে ভুলোনা ....