18-01-2022, 08:05 PM
(18-01-2022, 03:14 PM)Bumba_1 Wrote: দুর্দান্ত একটি কাহিনীর অসাধারণ পরিসমাপ্তি। তবুও গল্পের শেষে মনটা ভারাক্রান্ত হয়ে গেলো।
কিছু লেখক/লেখিকা থাকেন যাদের লেখা পড়ে তাদের প্রতি সম্ভ্রম আসতে বাধ্য .. আপনি তাদের মধ্যে একজন। আপনার এই কাহিনীর জন্য আমার তরফ থেকে সামান্য লাইক এবং রেপু রইলো।
ভালো থাকবেন এবং পরের গল্পের জন্য আগাম শুভকামনা।
অনেক অনেক ধন্যবাদ। আমিও ভারাক্রান্ত ছিলাম । যা যা লিখলেন, গর্বে আমি ফুলে উঠছি। বর কিন্তু এমনিতেই আমাকে খোঁটা দিচ্ছে আগের থেকে মোটা হয়েছি বলে। হা হা হা। রেপুর জন্য অনেক ধন্যবাদ। আর পরের কাহিনী টিজার আমি হয়ত দুই তিন দিনের মধ্যেই দেব।