18-01-2022, 01:13 PM
ইতি- বাবান
কিছু চিঠির টুকরো পড়ে আছে সামনে। আজ ছিঁড়ে ফেলেছি সবকটা। শেষ করে দিলাম শেষ স্মৃতি টুকু। তুমি আছো... কিন্তু নেই। গুলিয়ে গেলো? তুমি আছো সারা পৃথিবীর জন্য... নেই আমার চোখে। তোমার ওই হাসিমাখা মুখ সবাই দেখুক, আমি জানি হাসির পেছনের কান্নাকে। সবাই জানুক মুখোশ পড়া নায়িকাকে যে ভালো অভিনয় জানে, আমি চিনি অনামী সেই গায়িকা যে যার মধুর কণ্ঠ যেন অমর হয়েছে থাকবে আমার কাছে। মিশে যাও তুমি খ্যাতির ভিড়ে.... আমি ওই দলে নাম লেখাতে চাইনা। সব আসুক ঝুলিতে তোমার আমি আর মাঝে বাঁধা হবোনা। শুধু যেন এক পাগল ফ্যান ছিল যে চিনতো তোমায়.... ইতি..... না এটাও ছিঁড়ে ফেলি।
- বাবান
কিছু চিঠির টুকরো পড়ে আছে সামনে। আজ ছিঁড়ে ফেলেছি সবকটা। শেষ করে দিলাম শেষ স্মৃতি টুকু। তুমি আছো... কিন্তু নেই। গুলিয়ে গেলো? তুমি আছো সারা পৃথিবীর জন্য... নেই আমার চোখে। তোমার ওই হাসিমাখা মুখ সবাই দেখুক, আমি জানি হাসির পেছনের কান্নাকে। সবাই জানুক মুখোশ পড়া নায়িকাকে যে ভালো অভিনয় জানে, আমি চিনি অনামী সেই গায়িকা যে যার মধুর কণ্ঠ যেন অমর হয়েছে থাকবে আমার কাছে। মিশে যাও তুমি খ্যাতির ভিড়ে.... আমি ওই দলে নাম লেখাতে চাইনা। সব আসুক ঝুলিতে তোমার আমি আর মাঝে বাঁধা হবোনা। শুধু যেন এক পাগল ফ্যান ছিল যে চিনতো তোমায়.... ইতি..... না এটাও ছিঁড়ে ফেলি।
- বাবান