17-01-2022, 11:21 PM
(17-01-2022, 11:09 PM)Jupiter10 Wrote: আমার মনে হয় সম্পর্কও নিষিদ্ধ হয় না। যদি দুজনের মধ্যে নিষ্ঠা সম্মান এবং প্রেম বিদ্যমান থাকে তো...।
হয় বৈকী। সম্পর্ক নিষিদ্ধ হয় বৈকি। সে যে কোন সম্পর্কের বাঁধন ই হল, নিষ্ঠা প্রেম একে অপরের উপরে সম্মান। যে কোন সম্পর্ক। কিন্তু ব্যাপার হল বিবাহ এমন একটা সম্পর্ক যেখানে এই সব কটি ব্যাপার বাদ দিয়েও আরেক টি সম্পর্ক থাকে। সেটা হল শারীরিক সম্পর্ক। তাই তো বিয়ে সব রকম তথাকথিত সম্পর্কের মধ্যে হয় না। আমি এখানে সম্পর্ক বলতে বিবাহ সম্পর্কিত সম্পর্ক ই বোঝাতে চেয়েছি। আমি জানি ভালো বাসলেই পূর্নতা পেতে হবে এমন কিছু নয়। বরং মিলন না হওয়া ও একটা রকমের পূর্নতা। সেই জন্যেই তো, মা ছেলে, বাবা মেয়ে, মাসী বোনপো, বা যত রকম রক্তের সম্পর্ক আছে সবাই ভীষন রকম ভাবে পূর্ণ নিজের নিজের জায়গায়, নিজের মহিমা তে। এখানে মিলনের প্রশ্ন তো আসেই না।
তবে এমন বলছি না যে আমি যৌন কাহিনী তে এই সম্পর্কের উপরে গল্প পছন্দ করি না। আমার কোন বাছ বিচার নেই। ভালো কন্টেন্ট আমি সব সময়েই পছন্দ করি। কিন্তু এই রকম একটা সম্পর্ক যদি কোন দিন বাই চান্স সমাজে পূর্নতা নিতে যায় , তার কত দিক তৈরি হয় সেই প্রেক্ষাপটেই এই গল্প। আমি নিজেই কত মা ছেলে গল্প লিখেছি। আর নিষিদ্ধ বলেই এই রকম সম্পর্ক গুলোর থ্রেডে এত্ত ভীড় থাকে। সবাই পছন্দ করে। কিন্তু একবার ওই সম্পর্কে জড়ালে দুই পক্ষ কেই মারাত্মক ভুগতে হয়।