17-01-2022, 10:34 PM
(17-01-2022, 10:29 PM)ddey333 Wrote: প্রশ্নোত্তরের খেলায়।
Following the trend
১. নাম?
উ. ভারতবর্ষ
২. পদবী?
উঃ পদবী নেই... ইংরাজি একটা নাম আছে... 'ইন্ডিয়া'।
৩. ডাকনাম?
উঃ যে নামেই ডাকো না কেন, 'মা' তো, 'মা' ই হয়, তাই না?
৪. চুলে রং করেছেন?
উঃ হিমালয়ের বরফ সাদা রং, সমুদ্দুরের নীল, জঙ্গলের সবুজ, মরুভূমির হরিদ্রাভ বালুকারাশি - কোন রংটা পছন্দ?
৫. হাড় ভেঙ্গেছে কোনোদিন?
উঃ মন ভেঙেছে। বাইরের লোকেরা যখন ঘরের মানুষদের মেরেছে। যখন নিজের মানুষেরা নিজেদের মধ্যে লড়াই করেছে। কষ্ট হয়েছে... তবু স্বপ্ন দেখি... ভাঙা মন জুড়বে...
৬. একপাক্ষিক ভালোবেসেছেন কাউকে?
উঃ? তোমাকে। তোমাদের সবাইকে।
শোনোনি, "কুপুত্র যদিও হয়, কুমাতা কদ্যপি নয়?"
৭. কাউকে মারা যেতে দেখেছেন?
উঃ "যাঁরা স্বর্গগত তাঁরা এখনও জানেন
স্বর্গের চেয়ে প্রিয় জন্মভুমি
এসো স্বদেশ ব্রতের মহা দীক্ষা লভি
সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি।"
৮. সব থেকে প্রিয় ফুল?
উ: সব ফুল... ওরাও আমার সন্তান যে...
৯. অ্যাম্বুলেন্সে উঠেছেন?
উঃ প্রতিটি সাইরেনের শব্দে... বুকের মাঝে রক্ত ঝরে...
১০. পোষা প্রাণী আছে ?
উ: পোষা না, ভালবাসার প্রাণী আছে। মানুষ আর মনুষ্যেতর সবকিছু...বড্ড ভালবাসার।
১১. হাসপাতালে থেকেছেন?
উঃ হাসপাতাল ও তো আমারই অংশ...
১২. ঘোড়ায় চড়েছেন?
উঃ আহা,বড় মিষ্টি বাছা আমার ওরা...
১৩. ভালবাসেন?
উঃ প্রতিদিন। প্রতিমুহূর্তে। তোমাকে। তোমাদের।
১৪. টিকিট ছাড়া ভ্রমণ করেছেন?
উঃ নিজের বাড়িতে ভ্রমণ করতে আবার টিকিট লাগে নাকি? অ্যাঁ?
১৫. প্রেমপত্র লিখেছেন?
উ: লিখিনি, বলি - মনে মনে। তোমাদের জন্য। তার নাম "মায়ের প্রার্থনা"।
১৬. রাস্তায় নেচেছেন কখনো?
উঃ ছেলেমেয়েদের নাচতে দেখতে, ভাল থাকতে দেখলে ভাল লাগে... ওইটুকুই...
১৭. জীবনে কয়টা প্রপোজ পেয়েছেন?
উঃ বহুমানুষ বলেছেন "আই লাভ মাই ইন্ডিয়া"।
১৮. বাড়ি থেকে পালিয়েছেন?
উঃ পালাবার পথ নেই...
১৯. চুরি করেছেন?
উঃ ভগিনী নিবেদিতা থেকে মাদার টেরেসা - কতজনের যে মন চুরি করেছি!
তোমরাও কি মন দাও নি? সত্যি বলো?
২০. ভূত দেখেছেন?
উঃ ভূতপূর্বকাল, অর্থাৎ অতীত দেখেছি।
২১. বেস্টফ্রেন্ড আছে?
উঃ আছে। অগুনতি। সন্তানেরাই তো মায়ের বেস্ট ফ্রেন্ড হয়, তাই না?
২২. আপনার জন্য কেউ অপেক্ষা করে?
উঃ তোমরা।
২৩. কাউকে ভালো লাগে?
উঃ সবাইকে।
২৪. প্রিয় খাবার?
উঃ যা তোমাদের প্রিয়, তাইই আমার প্রিয়।
২৬. আপনি কেমন?
উঃ সুজলাং সুফলাং মলয়জশীতলাং।
২৭. প্রিয় জায়গা?
উঃ আসমুদ্রহিমাচল।
২৮. বড় কোন ইচ্ছা আছে ?
উঃ "বল, বল, বল সবে, শত বীণা-বেণু-রবে,
ভারত আবার জগত-সভায় শ্রেষ্ঠ আসন লবে|
ধর্মে মহান্ হবে, কর্মে মহান্ হবে,
নব দিনমণি উদিবে আবার পুরাতন এ পুরবে।"
২৯. প্রিয় রং?
উঃ পতাকার রং। সম্মানের রং। গৌরবের রং। শক্তি, ত্যাগ আর ভালবাসার রং।
৩০. প্রিয় পোশাক?
উঃ আলিঙ্গন। তার চেয়ে উষ্ণতা যে আর কিচ্ছুতে নেই, তাই বড় প্রিয় পোষাক।
৩১. কখনো লুকিয়ে কেঁদেছেন?
উঃ প্রতিবার যখন সন্তান বিয়োগ হয়...
৩২. নিজেকে ১০-এ কত দিতে চান?
উঃ ০ - অসীম, সীমাহীন। ঠিক তোমাদের প্রতি আমার ভালবাসার মতো...
সেরা সেরা