17-01-2022, 09:51 PM
(17-01-2022, 09:00 PM)nandanadasnandana Wrote: নিষিদ্ধ কাজ লিখিনি তো, লিখেছি নিষিদ্ধ সম্পর্ক লীড করে। দোষ আছে কোথায় বলেছি আমি। আমি তো মহাভারতের সঞ্জয়ের মতন। যা দেখেছি মনের চোখে, খাতা ভরিয়েছি। দোষ গুন পাঠক বুঝুক।
নিষিদ্ধ কোন কিছুই নয় ম্যাদাম। গ্রহণ যোগ্যতার সীমাবদ্ধতা সিদ্ধ নিষিদ্ধ নির্ধারণ করে। এখানে আপনি চিত্রকর আপনার রং তুলি দিয়ে ঘোড়ার মুখে হাতির শুঁড় লাগাতেই পারেন। এটাই তো সৃজনশীলতা। আপনি দুই মানুষের ভালোবাসা দেখিয়েছেন আর ভালোবাসা কখনই নিষিদ্ধ হতে পারে না।
আপনার সঙ্গে পূর্ণ সহমত।